বাংলারজমিন

সরাইলে সরকারি খাল দখলমুক্ত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

সরাইলে অবৈধ দখলদারদের কবল থেকে সরকারি খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ভরাটের মাটি সরিয়ে খালটিকে পানি নিষ্কাশনের উপযোগী করে দেয়া হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এলাকাবাসী। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেনের নেতৃত্বে উপজেলার কাটানিশার গ্রামে এ ঘটনা ঘটেছে। দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের পক্রিয়াধীন রয়েছে। উপজেলা ভূমি অফিস ও স্থানীয় সূত্র জানায়, নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রাম থেকে কানিউছ গ্রাম পর্যন্ত ফসলি মাঠে একটি সরকারি খাল রয়েছে। এ খাল দিয়ে গ্রামের ও মাঠের পানি নিষ্কাশন হয়। সম্প্রতি মাসুদ মিয়া (২৫), আবদুল বারেক (৪৮) ও শহিদুল হক (৫২) গংরা রাতের আঁধারে মাটি ফেলে বাড়ি সংলগ্ন এ খালটি দখল করে ফেলে। সরকারি খাল অবৈধভাবে দখলের খবর পেয়ে নড়েচড়ে বসেন উপজেলা প্রশাসন। সরজমিনে অভিযান চালিয়ে ওই খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন। ভরাটকৃত খালের মাটি সরিয়ে পূর্বের মতো গ্রাম ও ফসলি মাঠের পানি নিষ্কাশনের উপযোগী করে দেয়া হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status