বাংলারজমিন

জয়পুরহাটে বিএনপির কর্মিসভা

জয়পুরহাট প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন অসুস্থ, তাকে ঠিকমতো চিকিৎসা দেয়া হচ্ছে না। তার অসুস্থতার ব্যাপারে কারা কর্তৃপক্ষ, সরকার ও মন্ত্রীরা নানা ধরনের কথাবার্তা বলছে। যদি বেগম জিয়ার কিছু হয়, তার দায় সরকারকে বহন করতে হবে, উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফত আলী সপু বলেছেন, তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহারের ও কারাগার থেকে মুক্ত করার জন্য আন্দোলন করছেন। সেই শান্তিপূর্ণ  আন্দোলন করতেও তাদের সরকার বাধা দিচ্ছে সরকার এবং নেতাকর্মীদের বিনা কারণে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করছে। তিনি আরো বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দেশে গণ-জোয়ার সৃষ্টি করে কারাগার থেকে গণ-আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে বের করবেন ইনশাআল্লাহ। মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলার মানুষ ভোটে অংশগ্রহণ করবে না।  আগামীতে বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলনকে জোরদার করে  তাকে মুক্ত করে আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিবে ইনশাআল্লাহ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাদণ্ডাদেশ দেয়ার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় নেতাদের সফরসূচির অংশ হিসাবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটে এক কর্মিসভায় কেন্দ্রীয় নেতা সরফত আলী সপু এসব কথা বলেন। জয়পুরহাট শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মিসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির  ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সল আলীম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহীন, জেলা বিএনপির সহসভাপতি  ফজলুর রহমান, অধ্যক্ষ শামছুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নাফিজুর রহমান পলাশ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status