বাংলারজমিন

বুড়িচংয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০০ পূর্বাহ্ন

কুমিল্লার বুড়িচং উপজেলার কংসনগর এলাকায় বুধবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি কুখ্যাত ডাকাত আবদুল হালিম (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় কুমিল্লা ডিবি পুলিশের ওসি মো. নাসির উদ্দিন মৃধাসহ ৩ পুলিশ আহত হযয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে। পুলিশ জানায়, ডিবির ৩টি টিম বুড়িচং থানা এলাকায় ডাকাতি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনাকালে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংসনগর ইসলাম ব্রিক ফিল্ডের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে ১৪/১৫ জনের একটি সশস্ত্র ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদ পেয়ে বুধবার রাত প্রায় ২টায় ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ও গুলি ছুড়ে। এতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধা কনস্টেবল মো. আবদুল্লাহ ও কনস্টেবল সাইফুল ইসলাম আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষার্থে ৪৭ রাউন্ড শটগানের ফাঁকা গুলিবর্ষণ করে। ডাকাতদল বেগতিক অবস্থা দেখে বিচ্ছিন্ন ভাবে এদিক সেদিক ছোটাছুটি করে এলোপাতাড়ি ভাবে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যেতে থাকে। এসময় পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় দুই ডাকাতকে আটক ও গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে। আহত ডাকাতকে পুলিশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। নিহত ডাকাতের নাম আবদুল হালিম (২৮)। সে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহেরচর গ্রামের মফিজুল ইসলামের ছেলে। আটককৃত ডাকাতরা হলো- মো. জাকির হোসেন (৩৬), পিতা-মৃত জারু মিয়া, গ্রাম-হোসেনপুর (বাজেবাখর), বর্তমানে জাফরগঞ্জ (আইল-এর পূর্বে), গঙ্গানগর, থানা-দেবিদ্বার, মো. লিমন সরকার (২৫), পিতা-রফিকুল ইসলাম সরকার, মাতা-নুরজাহান বেগম, গ্রাম-ধামতী (আলিয়া সরকার বাড়ী), থানা-দেবিদ্বার। ঘটনার সংবাদ পেয়ে বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, দুটি ছোরা, একটি রামদা, একটি রড, চারটি মুখোশ উদ্ধার করে। পুলিশ আরো জানায়, ডাকাত আব্দুল হালিমের নেতৃত্বে তাদের সহযোগী পলাতক ডাকাতদের নিয়ে দীর্ঘ দিন যাবৎ অত্র এলাকার বিভিন্ন বাড়িতে ও রোডে ডাকাতি করে আসছিল। নিহত ডাকাত আব্দুল হালিমের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় ১৪টিরও অধিক ডাকাতি সহ বিভিন্ন অপরাধে মামলা এবং ধৃত ডাকাত মো. জাকির-এর বিরুদ্ধে ৫টির অধিক মামলা তদন্তাধীন ও বিচারাধীন আছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. সহিদুল ইসলাম পিপিএম বাদী হয়ে বুড়িচং থানায় ৩টি পৃথক মামলা দায়ের করেন। ঘটনার সত্যতা স্বীকার করে বুড়িচং থানা অফিসার ইনচার্জ মনোজ কুমার দে জানান, এ বিষয়ে বুড়িচং থানায় পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status