বাংলারজমিন

ইটনায় ৪০১ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে:

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৬ পূর্বাহ্ন

ইটনা উপজেলার প্রত্যন্ত হাওর গ্রাম মৃগার ৪০১টি পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গতকাল বিকালে মৃগা বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এসব বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। নতুন এসব বিদ্যুৎ সংযোগের ফলে মৃগা গ্রামটি এখন বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। মৃগা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান দুলালের সভাপতিত্বে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান ও কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. মনির উদ্দিন মজুমদার। এতে অন্যদের মধ্যে ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. বজলুর রহমান, জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি পরিমল সাহা, আওয়ামী লীগ নেতা মো. জিল্লুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, ছাত্রলীগ নেতা আলমগীর ফরিদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status