বাংলারজমিন

বাগমারায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ও বাগমারা প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

বিল দখলকে কেন্দ্র করে রাজশাহীর বাগমারায় প্রকাশ্য দিবালোকে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রভাবশালীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হাট মাদনগর বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আনিসুর রহমান (৬০)। তিনি স্থানীয় গোচা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও মাদনগর গ্রামের বাসিন্দা। আর হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানা গেছে।

এদিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য এ রিপোর্ট লেখা পর্যন্ত ১০ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে। আটককৃতরা হলো- হাট মাধনগর গ্রামের আলতাফ হোসেন (৬২), জসিম উদ্দিন (৬০), কাষ্টনাংলা গ্রামের তৈয়ব আলী (৫০), আব্দুস সাত্তার (৫০), মফিজ উদ্দিন (৪৫), ইসমাইল হোসেন (৫০), ইদ্রিস আলী (৫০), এমদাদুল হক (৪০), দুলাল হোসেন (৪০) ও বাবুল হোসেন (৩৮)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, আনিসুর রহমানসহ মাধনগর এলাকার মৎস্যজীবীরা বিলটিতে ২০০৬ সাল থেকে মাছচাষ করে আসছিলেন। কিন্তু সমপ্রতি একই এলাকার আওয়ামী লীগ  নেতা জুয়েল ও উজ্জ্বল হোসেনসহ তার  সমর্থকগণ ওই বিলটি দখলে নেয়ার চেষ্টা করে আসছিলেন। এনিয়ে গত কয়েকদিন আগে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, মারপিট, ঘরবাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটে। এরই জের ধরে বুধবার সকালে গোচা বিল মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ও হিসাবরক্ষক আনিসুর রহমান মাধনগর হাটে গেলে তাকে জুয়েল ও উজ্জ্বলের সমর্থকরা রামদা, হাঁসুয়া ও ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। হামলাকারীরা আনিসুরের মাথায়, বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে সেখান থেকে সটকে পড়ে।

এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাস্থল ও এর আশেপাশের এলাকায় দাঙ্গা পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status