বাংলারজমিন

অ্যাকশনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

কক্সবাজারকে পরিকল্পিত নগরী গড়তে এ্যাকশনে নেমেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। তারা কক্সবাজার শহরে অনুমোদনহীন ভবন ভাঙা শুরু করেছে। বুধবার সকাল ১০টা থেকে শহরের পুলিশ সুপার কার্যালয়ের পশ্চিমের সড়কে অবস্থিত নির্মাণাধীন তিনটি বহুলতল ভবন ভাঙা দিয়েছেন। আমান উল্লাহ ফরাজী চেয়ারম্যানের নির্মানাধীন বহুলতল ভবন ও পাশের আরো দুটি ভবন ভেঙে দেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষর নির্বাহী প্রকৌশলী ও অথরাইজ কর্মকর্তা ফজলুর করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী ছাদেক অভিযানের নেতৃত্বে দেন। অভিযানে র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশের বিপুল সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে নেতৃত্বাধানকারী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষর নির্বাহী প্রকৌশলী ও অথরাইজ কর্মকর্তা ফজলুর করিম বলেন, ভবন নির্মাণের নিয়ম-নীতি না মেনে অপরিকল্পিতভাবে ভবনগুলো নির্মাণ করা হয়েছে। এই জন্য তাদেরকে আগে নোটিশ দিয়ে তা ভেঙে ফেলার জন্য বলা হয়। কিন্তু তারা তা করেনি। তাই আমরা এসব ভবন ভাঙা শুরু করেছি।

এদিকে এসব ভবন ভাঙা নিয়ে মালিক কর্তৃপক্ষ নানা ভাবে অভিযোগ করেছেন। তারা দাবি করেছেন, তাদের ভবন নির্মাণ সংক্রান্ত সব ধরণের বৈধ কাগজ রয়েছে। তবে কউক কর্তৃপক্ষ বলছে তা যথাযত নয়। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডাসহ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

অভিযানের এক পর্যায়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষর লে. কর্নেল (অব.) ফোরকান আহামদ নিজেই ভবন ভাঙার কাজে উপস্থিত হন। এসময় তিনি স্থানীয় লোকজন ও ভবন মালিকদের আইনি বিষয়ে ব্যাখ্যা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status