খেলা

মোস্তাফিজের পাশে দাঁড়ালেন রোহিত

স্পোর্টস ডেস্ক

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

নিজের নতুন দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে শুরুটা খারাপ হয়নি মোস্তাফিজুর রহমানের। ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুর তিন ম্যাচে পাঁচ উইকেট নেন বাংলাদেশি এ পেস তারকা। যদিও তিন ম্যাচেই হার দেখে তার দল। মঙ্গলবার চলতি আসরে প্রথমবার জয়ের মুখ দেখে শিরোপাধারী মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে দিনটি মোস্তাফিজের ছিল না। মুম্বইয়ের ওয়াংখেড়ে মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে বল হাতে চার ওভারের স্পেলে ৫৫ রান দেন উইকেটশূন্য মোস্তাফিজুর রহমান। তবে এমন নৈপুণ্য শেষে মোস্তাফিজের পাশে দাঁড়ালেন স্বয়ং মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তার আশা, পরের ম্যাচেই স্বরূপে ফিরবেন বাংলাদেশি এ কাটার মাস্টার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোস্তাফিজের প্রতি তার পূর্ণ সমর্থনের কথা জানিয়ে মুম্বই অধিনায়ক বলেন, ‘মোস্তাফিজ প্রথমবারের মতো মুম্বইয়ে খেলছে, আর তার ম্যাচের সংখ্যাও অনেক কম। আজ (মঙ্গলবার) মোস্তাফিজ ভালো করতে পারেনি। আপনি সবসময় ছন্দে থাকবেন না। একজন বোলার সবদিন ভালো বোলিং করবে না। তার একদিন খারাপ যেতেই পারে। তবে আমি আশা করি মোস্তাফিজ পরের ম্যাচেই স্বরূপে ফিরবে।’ ২০১৬ প্রথমবারের মতো আইপিএলে খেলতে নামেন মোস্তাফিজুর রহমান। সেবার ১৭ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন এ বাংলাদেশি পেসার। আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারও কুড়ান মোস্তাফিজ। এবারের নিলামে ২ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের হয়ে চলতি মৌসুমের প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ৩৯ রানে এক উইকেট নেন মোস্তাফিজ। তবে পরের দুই ম্যাচে বল হাতে জ্বলে ওঠেন তিনি। নিজে তার সাবেক দল হায়দরাবাদের বিপক্ষে চার ওভারের স্পেলে ২৪ রানে ৩ উইকেট আর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ২৫ রান দিয়ে নেন ১ উইকেট। মঙ্গলবার ব্যাঙ্গালোরের বিপক্ষে ৪ ওভারের স্পেলে ৫৫ রান দেন মোস্তাফিজ। ৬৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি মোস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড। ক্যারিয়ারে কোনো ইনিংসে প্রথমবার ৫০ রান দিতে দেখা গেলো মোস্তাফিজকে। আর আইপিএলে ইনিংসে ৪০-ঊর্ধ্ব রান দিলেন প্রথমবার। ২০১৬’র মৌসুমে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে সর্বোচ্চ ৩৯ রান দিয়েছিলেন তিনি। চলতি আইপিএলে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা উমেশ যাদবের। রাজস্থানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারের স্পেলে ৫৯ রান দেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এ ভারতীয় পেসার। লজ্জার এমন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মোস্তাফিজ। মঙ্গলবার ব্যাঙ্গালোরের বিপক্ষে নিজের চার ওভারে মোস্তাফিজ দেন যথাক্রমে ১৩, ১১, ১৩ ও ১৮ রান। যদিও মুম্বই ইন্ডিয়ান্সের ২১৩/৬ সংগ্রহের জবাবে ১৬৭/৮-এ থামে ব্যাঙ্গালোরের ইনিংস।
২০১৫তে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক মোস্তাফিজুর রহমানের। ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির পাশাপাশি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লীগে খেলেছেন ৪৩ ম্যাচ। এতে মোস্তাফিজের শিকার ৮৩ উইকেট। বাংলাদেশের হয়ে ২৪ ম্যাচে ৩৫ উইকেট পেয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে মোস্তাফিজের সবচেয়ে বাজে বোলিংয়ের রেকর্ডটি ছিল ঘরোয়া আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল)। গত নভেম্বরে রাজশাহী কিংসের হয়ে খুলনা টাইটানসের বিপক্ষে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মোস্তাফিজ।

টি-টোয়েন্টিতে মোস্তাফিজের খরুচে বোলিং
ফিগার     ম্যাচ     সাল     ভেন্যু
৪-০-৫৫-০     মুম্বই ইন্ডিয়ান্স-ব্যাঙ্গালোর     এপ্রিল ২০১৮     মুম্বই
৪-০-৪৮-০     রাজশাহী কিংস-খুলনা     নভেম্বর ২০১৭    চট্টগ্রাম
৪-০-৪৮-৩     বাংলাদেশ-শ্রীলঙ্কা     মার্চ ২০১৮     কলম্বো
৪-০-৪১-০     রাজশাহী-চিটাগং ভাইকিংস     ডিসেম্বর ২০১৭     মিরপুর
৪-০-৪০-০     বাংলাদেশ-ভারত     ফেব্রুয়ারি ২০১৬     মিরপুর


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status