বাংলারজমিন

টু ক রো খ ব র

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

পাইওনিয়রের দুই কর্মচারীকে অমানবিক নির্যাতন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: ভালুকায় বনবিভাগ কর্তৃক আটক পাইওনিয়র স্পিনিং লিমিটেডের দুই কর্মচারী জামিনে মুক্ত হয়েছেন। অমানষিক নির্যাতনের বর্ণনা দিতে কান্নায় ভেঙে পড়েন সিকিউরিটি গার্ড মো. সেলিম। তিনি জানান, তাদেরকে হাত-পা বেঁধে তুলে নিয়ে ঘরের দরজা বন্ধ করে হাতুড়ি দিয়ে পিটিয়েছে বনের কর্মকর্তা ও কর্মচারীরা। পায়ের তলাসহ শরীরের হাড়গুলো ভেঙে দিয়েছে। বনবিভাগের কর্মকর্তারা তাদের মারধর করেই ক্ষান্ত হয়নি। তাদেরকে বহন করা গাড়িতে তুলে তাদেরকে পায়ের বুট দিয়ে পিষিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে। হাতে-পায়ে ধরেও রক্ষা পায়নি তারা। এ কথাগুলো বলছিলেন ড্রাইভার অন্তর। তিনি বলেন, ১৬ই এপ্রিল সকালে বন বিভাগের ১৫/২০ জনের একটি দল হঠাৎ করে ২টি গাড়ি নিয়ে হাজির হয়ে তাদেরকে জাপটে ধরে চোখ বেঁধে ফেলে এবং কিল-ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে পিটায়। তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। তারা হাতে-পায়ে ধরে বলে, আমরা কর্মচারী। আমরা পেটের দায়ে চাকরি করি। আমরা কোনো অপরাধ করিনি। এতেও রক্ষা পায়নি।
গতকাল বুধবার সকালে জামিনে মুক্ত হয়ে প্রথমে ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তাদের অবস্থা অবনতি হলে গুরুতর আহত ২ কর্মচারীকে ভালুকা হাসপাতাল কর্র্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। গত ১৬ই এপ্রিল ময়মনসিংহে আদালতের নির্দেশ উপেক্ষা করে পাইওনিয়র স্পিনিং লিমিটেডের দুই কর্মচারীকে মারপিট করে গুরুতর আহত করে বনের কর্মকর্তা- কর্মচারীরা। মারধর করে আহত করার ঘটনায় বিজ্ঞ আদালত গত ১৭ই এপ্রিল ভালুকা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। গত মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. হাফিজ আল আসাদ এ নির্দেশ দেন।

ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সোহরাবের অপসারণ দাবি করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। গতকাল সুয়াপুর এলাকার শিয়ালকোল বাজারে তারা এ বিক্ষোভ করেন। এতে এলাকার নারী-পুরুষরা অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা এ সময় ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ইয়াবা সেবন, মাদক ব্যবসায়ী ও গরিবের ওপর জুলুমসহ বিভিন্ন অভিযোগ আনেন। তবে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

পলাশবাড়ীতে মরা গরুর মাংস বিক্রির সময় কসাই আটক
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে মরা গরুর মাংস বিক্রি কালে হাতেনাতে কসাই তারা মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভ্রাম্যমাণ আদালতে আটককৃত কসাইয়ের ২১ দিনের জেল এবং ৬ মাস মাংস বিক্রয় বন্ধের সাজা প্রদান করা হয়েছে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন অবগত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ধৃত কসাই তারা মিয়ার ২১ দিনের জেল তৎসহ ৬ মাস কোনো প্রকার গরু-

ছাগল জবাই নিষিদ্ধ ঘোষণা করে রায় প্রদান করেন।

ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিচারের দাবি মুক্তিযোদ্ধাদের
জামালপুর প্রতিনিধি: দি ফারমার্স ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীকে যুদ্ধাপরাধী দাবি করে তাঁর বিচারের দাবিতে জামালপুরে সংবাদ সম্মেলন হয়েছে। গতকাল দুপুর একটার দিকে জামালপুর জেলার ‘সকল প্রকৃত মুক্তিযোদ্ধাগণ’ নামের একটি ব্যানারে মুক্তিযোদ্ধাদের একটি অংশ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, ‘১৯৭১ সালে আমরা বিজয়ী বীর হিসেবে সুনাম কুড়িয়েছিলাম। আমাদের পরিচিতি ছিল নক্ষত্রতুল্য। ভাগ্যের নির্মম পরিহাস মুক্তিযোদ্ধাদের নক্ষত্রতুল্য পরিচিতি ও সম্মান ভুয়া মুক্তিযোদ্ধাদের কালো ছায়ায় আজ বিলীন হওয়ার পথে। দেশে রাজাকার আলবদরবাহিনীর কোনো পূর্ণাঙ্গ তালিকা আজও প্রণয়ন করা হয়নি। মুষ্টিমেয় যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হলেও এখনো বিচারযোগ্য যুদ্ধাপরাধীরা বহালতবিয়তে অবাধে স্বাধীনতা উপভোগ করে যাচ্ছেন। তাদের মধ্যে মাহবুবুল হক চিশতীও একজন। সংবাদ সম্মেলনে তিনি সকল যুদ্ধাপরাধীর বিচার ও মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণেরও দাবি জানান।

কসবায় পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম (বার) পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হয়েছেন। ব্রা?হ্মণবাড়িয়ায় যোগদানের পর থেকে তিনি মাদক নিয়ন্ত্রণসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটিয়েছেন। অবদান রেখেছেন সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে। গতকাল বিকালে সেই পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। কসবা থানা চত্বরে এ সংবর্ধনার আয়োজন করেন থানা পুলিশ। তাকে সংবর্ধনা জানাতে কসবা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন থানায় উপস্থিত হয়েছেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন; কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছাইদ, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কসবা সার্কেলে সহকারী পুলিশ সুপার আবদুল করিম প্রমুখ।

সিংড়ায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এ সময় সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কাউন্সিলর দেদার হায়াত বেনু, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস জানান, সিংড়া পৌরসভা ১২টি ওয়ার্ড নিয়ে গঠিত। সম্প্রতি মশার উপদ্রবের কারণে পৌরবাসীর কথা চিন্তা করে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই পর্যায়ক্রমে এ কার্যক্রম চলবে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status