বাংলারজমিন

রাঙ্গামাটিতে অত্যাধুনিক ৩ অস্ত্র ও গুলি উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩০ পূর্বাহ্ন

পাহাড়ে বিরাজমান সশস্ত্র সন্ত্রাসী কার্যকলাপে ব্যবহারের উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর কাছ থেকে অস্ত্র ক্রয় করে রাঙ্গামাটির বাঘাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বিলাইছড়ির গহিন অরণ্যে অবস্থানরত আঞ্চলিক দলীয় সন্ত্রাসীদের কাছে পৌঁছে দিচ্ছে পাহাড়ি সন্ত্রাসী চক্র।
বিগত কয়েক মাস ধরেই এই চক্রটি পাহাড়ে সশস্ত্র তৎপরতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে অত্রাঞ্চলে বিদেশি ভারী ভারী অস্ত্রশস্ত্র মজুত করছে এই ধরনের সুনির্দিষ্ট তথ্য নিরাপত্তা বাহিনীর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানতে পারে। এই ধরনের তথ্য পাওয়ার পরপরই রাঙ্গামাটি সদরের কাপ্তাই হ্রদের ওপারে বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকায় অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি সেনা রিজিয়নের একটি দল।
এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা কাপ্তাই হ্রদের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের আস্তানা থেকে পাঁচটি অস্ত্র ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম।

সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়নের দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২টি ৭.৬২ মিঃমিঃ এসএমজি, ১টি এ্যাসল্ট রাইফেল, ২টি পিস্তল, ১৬ রাউন্ড এ্যামোনিশন, ২টি এসএমজির ম্যাগাজিন, ১টি এ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিন, ২টি পিস্তলের ম্যাগাজিন ও ১টি সিলিং উদ্ধার করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status