দেশ বিদেশ

মতিঝিলে ৪ সরকারি আবাসিক ভবনের আগামী মাসে উদ্বোধন

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩০ পূর্বাহ্ন

মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য নির্মিত চারটি বহুতল আবাসিক ভবন আগামী মাসে উদ্বোধন করা হবে। এ চারটি ২০ তলা ভবনে ৫৩২ জন কর্মচারী থাকার সুযোগ পাবেন। ভবনগুলোর নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। এরমধ্যে তিনটি ভবনে প্রতি তলায় ৮টি এবং একটি ভবনে ৪টি ইউনিট রয়েছে। গতকাল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নির্মাণাধীন আবাসিক ভবন পরিদর্শনের সময় সাংবাদিকদের বলেন, মতিঝিল এলাকায় ২২ দশমিক ৪ একর জায়গায় ১৬৪টি ভবনে বর্তমানে দুই হাজার ৯৮০টি পরিবার বসবাস করে। এসব পুরাতন ভবন ভেঙে এ এলাকায় বহুতল ভবন নির্মাণ করা হবে। এ জন্য পুরো এলাকার একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এ পরিকল্পনার আওতায় এ এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের বসবাসের সুযোগ সৃষ্টি হবে। সরকার বর্তমান মেয়াদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক সুবিধা ৪০ ভাগে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে শতকরা ৮ ভাগ সরকারি কর্মকর্তার আবাসিক সুবিধা রয়েছে। মন্ত্রী বলেন, এরই মধ্যে আজিমপুরে চারটি ২০ তলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। টেনামেন্ট হাউসে তিনটি ২০ তলা ভবনে ১১৪ জন সচিবের আবাসিক সুবিধা গড়ে তোলা হচ্ছে। এছাড়াও মিরপুর, পাইকপাড়ায় নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। পরে মন্ত্রী ইস্কাটনে টেনামেন্ট হাউসে গ্রেড- ১ কর্মকর্তাদের জন্য নির্মাণাধীন বহুতল আবাসিক ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status