দেশ বিদেশ

প্রয়াত চলচ্চিত্রকার ফজলুল হকের শেষ স্মৃতি রক্ষার আহ্বান

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৯ পূর্বাহ্ন

দুই বাংলার চলচ্চিত্রের অগ্রদূত প্রয়াত ফজলুল হকের শেষ স্মৃতি রক্ষার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা। প্রয়াত ফজলুল হক এ দেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’ সম্পাদনা ও প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’ নির্মাণ করে ইতিহাসে স্থান করে নেন। গুণী এই নির্মাতা ১৯৩০ সালের ২৬শে মে বগুড়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯০ সালে ২৬শে অক্টোবর কলকাতায় প্রয়াত হন। মৃত্যুর পর ফজলুল হক সমাহিত হন কলকাতার গোবরা কবরস্থানে। গোবরায় অবস্থিত খ্যাতনামা এই চলচ্চিত্রকারের কবরের শেষ স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে। তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশের খ্যাতনামা সংস্কৃতিসেবীরা। তাদের দাবি প্রয়াত ফজলুল হকের শেষ স্মৃতি চিহ্নটুকু রক্ষার মাধ্যমে চলচ্চিত্রের এই অগ্রদূতকে সম্মান জানানো হোক। প্রয়াত ফজলুল হকের স্মৃতি রক্ষার আহবান জানিয়ে এক বিবৃতিতে বাংলাদেশের সংস্কৃতিকর্মীরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা হলেন- কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, লেখক আলী ইমাম, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, অভিনেতা আফজাল হোসেন, শহীদুল আলম সাচ্চু, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, রেজানুর রহমান, ফারজানা ব্রাউনিয়া প্রমুখ। প্রসঙ্গত, খ্যাতনামা কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের স্বামী এবং  গণমাধ্যম ব্যক্তিত্ব ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী ও স্থপতি ফরহাদুর রেজা প্রবালের পিতা ফজলুল হক সংস্কৃতি কর্মী হিসাবে মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেন। আজন্ম চলচ্চিত্রসেবী ফজলুল হক ঢাকা ও কলকাতায় একাধিক চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status