বাংলারজমিন

গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী খুন, আটক ৫

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের পল্লীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আমির হোসেন (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত আমির শরীফগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীপারের বসন্তপুর গ্রামের আব্দুল হকের পুত্র। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১ মহিলাসহ ৫ জনকে আটক করেছে এবং ১৫ জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের তানভীর আহমদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিহতের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত মঙ্গলবার দিবাগত রাতে আমির হোসেন বাজার থেকে ফেরার পথে তানভীরের লোকজন ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন আহত আমিরকে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে আমিরের মৃত্যু হয়। পুলিশ এলাকা পরিদর্শনে এসে ১ জন মহিলাসহ ৫ জনকে আটক করে থানায় নিয়ে যায়। আটকরা একই গ্রামের মৃত সাজ্জাদ আলীর পুত্র জয়নাল আবেদীন (৪০), আপ্তাব আলীর পুত্র ফজলে রাব্বি মুন্না (২০) ইছরাব আলীর দুই পুত্র রিপন আহমদ রণি (৩৫) ও মোহন আহমদ (১৮) এবং আব্দুল মনাফের স্ত্রী হাসনা বেগম (৫০) বলে জানা গেছে। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলী জানান নিহতের পরিবারের পক্ষ থেকে মোট ১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুহিত হীরা জানান এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status