বাংলারজমিন

কিশোরগঞ্জে শিক্ষকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

চাকরি জাতীয়করণের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন বেসরকারি শিক্ষকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে বুধবার সকালে এই কর্মসূচি পালন করা হয়। শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশ জেলার বেসরকারি শিক্ষক নেতৃবৃন্দ অংশ নেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আখড়াবাজার এলাকায় সংগঠনটির কার্যালয়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এ কে ফজলুল হক এর পরিচালনায় সমাবেশে জেলা শাখার সভাপতি রাবিয়া আক্তার খাতুন, কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোকাররম হোসেন শুকরানা, কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি এ এস এম আজিজুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক নাজমুন আলম, শিক্ষক সমিতির জেলা শাখার সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ভূইয়া, মো. আব্দুল বাতেন ফারুকী, মো. আব্দুল হামিদ ও মো. আব্দুস ছাত্তার, সহ-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম ফারুক, সদর উপজেলা সভাপতি মো. ছফির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল হান্নান, করিমগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব শামছুল হক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, হোসেনপুর উপজেলা সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন, বাজিতপুর উপজেলা সভাপতি মো. বজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. শাহিন আলম, তাড়াইল উপজেলা সভাপতি মো. সাইদুজ্জামান মোস্তফা, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status