বাংলারজমিন

শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৮:৪৪ পূর্বাহ্ন

শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকা থেকে ১৪ কেজি গাঁজাভর্তি একটি সিএনজি অটোরিকশাসহ ইমরান (২৫) ও রাজীব (২৫) নামের দুই ব্যক্তিকে আটক করেছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে সার্জেন্ট মোস্তাফিজুর রহমান ও এসআই কমল সরকারসহ একদল পুলিশ অভিযান চালায় ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি মোড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী গাঁজাভর্তি সিএনজিসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের পিছু ছুটে এবং বস্তার ভেতর নীল রঙের পলিথিনে স্কচটেপ দিয়ে পেছানো অবস্থায় ১৪ কেজি গাঁজাভর্তি (হবিগঞ্জ-থ ১১-৬৫৪৮) সিএনজিসহ দুই ব্যক্তিকে আটক করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেশকে মাদক মুক্ত করতে আমাদের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুরে পুত্রবধূর হাতে শাশুড়িকে খুনের অভিযোগ
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে: গাজীপুর সদর উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় পুত্রবধূর ধারালো অস্ত্রের আঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সাবিরুন নেছা বিশিয়া কুড়িবাড়ি এলাকার মৃত হাবিবুর রহমানের স্ত্রী। এঘটনায় অভিযুক্ত পুত্রবধূ ও তার স্বামীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে উপজেলার বিশিয়া কুড়িবাড়ি এলাকায় বৃদ্ধা সাবিরুন নেছাকে তার পুত্রবধূ লাকি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয় জনতা নিহতের ছেলে আব্দুর রহিম ও ছেলের বউ লাকিকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status