বিশ্বজমিন

প্রধানমন্ত্রীর সফর: লন্ডনে বিএনপির বিক্ষোভ

মানবজমিন ডেস্ক

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ২:১২ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের ওভারসিস ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই) পরিদর্শনের সময় এর বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। স্থানীয় সময় মঙ্গলবার বিকালে শেখ হাসিনা বক্তব্য রাখতে ওডিআইতে যান। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। প্রতিষ্ঠানটি লন্ডনের ব্লাকফ্রায়ারস রোডে। উল্লেখ্য, কমনওয়েলথ শীর্ষ নেতাদের বৈঠকে মঙ্গলবার লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী হাসিনা। এদিন তিনি ওডিআই অফিসে আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় ব্লাকফ্রায়ারস রোডের পূর্ব পাশে তার দল বাংলাদেশ আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী অবস্থান নেন। এ সময় তাদের হাতে নানা রকম প্লাকার্ড ছিল। তাতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাণী লেখা ছিল। তবে তাদের চেয়ে সংখ্যায় বেশি ছিল বিরোধী বিএনপির নেতাকর্মী। তারা নানা রকম ব্যানার নিয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় সেখানে বিপুল পরিমাণ পুলিশি উপস্থিতি ছিল। রোচেস্টার এস্টেটের পথগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। ঘটনাস্থিেলর পাশেই পার্ক করা ছিল পুলিশের কমপক্ষে ১০টি ভ্যান। ওদিকে অনেক বিলবোর্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনামুলক বার্তা প্রদর্শন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status