দেশ বিদেশ

গুম-খুনের উদ্দেশ্যেই আন্দোলনকারী ছাত্রদের তুলে নেয়া হয়েছিল: ছাত্রদল

স্টাফ রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের চোখ বেঁধে তুলে নেয়া এবং তাদের পরিবারের সদস্যদের হয়রানির প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, ক্ষমতা কুক্ষিগত করার পর থেকেই যেকোনো আন্দোলনকে প্রশাসনকে ব্যবহার করে দমনের কৌশল নিয়েছে বর্তমান স্বৈরাচারী সরকার। বিরোধী মতের মানুষদেরকে তারা গণতান্ত্রিক আন্দোলন তো করতেই দেয় না; এখন ছাত্রদের গঠনমূলক ন্যায্য দাবিকেও হাতিয়ার দিয়ে দমনের কৌশল নিয়েছে। আমরা বারবার বলে আসছিলাম, এই অবৈধ সরকার দেশজুড়ে গুম-খুনের একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের দিন-দুপুরে চোখ বেঁধে তুলে নিয়ে যাওয়া প্রমাণ করে তাদের সেই কার্যক্রম আরো বেগবান হয়েছে। এ ঘটনায় স্পষ্ট  বোঝা যাচ্ছে, গুম কিংবা খুনের উদ্দেশ্যেই ছাত্রদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ছাত্রদল নেতারা বলেন, স্বৈরাচারী সরকার দেশজুড়ে ভীতিকর একটি পরিবেশ সৃষ্টি করে রেখেছে। তারা কেবল ছাত্রদের চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে ক্ষান্ত হয়নি; ছাত্রদের গ্রামের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদের নিরীহ বাবা-মাকেও যাচ্ছেতাইভাবে হেনস্তা করা হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা রাশেদের বাবাকে গ্রেপ্তার তারই একটি উদাহরণ মাত্র। নেতৃদ্বয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে ন্যক্কারজনক হামলার সঙ্গে ছাত্রলীগ ও সরকারের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত রয়েছেন। এই বিষয়ে নানা তথ্য-প্রমাণ জনগণের সামনে উন্মোচিত হচ্ছে। ছাত্রদল নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনে যুক্ত অরাজনৈতিক ছাত্রদের সঙ্গে বিনা কারণে হয়রানি ও প্রতিশোধমূলক আচরণ করা হলে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল বসে থাকবে না। দেশের নিরীহ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালানো হলে ছাত্রদল সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচার সরকারকে অবশ্যই সমুচিত জবাব দেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status