খেলা

শান্তর লড়াইয়ে উত্তরাঞ্চলের মানরক্ষা

স্পোর্টস রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:২০ পূর্বাহ্ন

৪১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তাালিকার শীর্ষে থাকা বিসিবি উত্তরাঞ্চল ৫ম রাউন্ডে প্রথম দিন পড়েছেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের কঠিন চ্যালেঞ্জে। মিরপুর শেরেবাংলা মাঠে টসে হেরে মাত্র ৮৭ রানেই তিন উইকেট হারায় উত্তরাঞ্চল। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মিজানুর রহমান ৪৬ রান করে লড়াই চালিয়ে গেলেও নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। বৃষ্টি বিঘ্নিত দিনে শেষ পর্যন্ত দলের হাল ধরেছিলেন নাজমুল হোসেন শান্ত। তার ব্যাটে চড়েই মান রক্ষা হয় তাদের। যদিও ৭৫ রানে আউট হয়েছেন তিনি। তার বিদায়ের পর ফিরে যান ধিমান ঘোষও। বৃষ্টির কারণে দিনের ২৫ ওভার খেলা কম হয়েছে। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে উঠেছে ২০৪ রান। অপরাজিত আছেন অধিনায়ক জহিরুল ইসলাম অমি (৪৩) ও অরিফুল হক (১৭)। পূর্বাঞ্চলের হয়ে বল হাতে দারুণ জ্বলে উঠেছেন মোহাম্মদ আশরাফুল। তিনি নিয়েছেন ২ উইকেট। একই সমান শিকার করেছেন স্পিনার সোহাগ গাজী। পেস সহায়ক উইকেটে সফল হয়েছেন দুই অফস্পিনারই।  

দিনের শুরুতেই পেস সহায়ক উইকেটে দলের বিপদ সামলালেন শান্ত। দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়েছেন দারুণভাবে। দলের ৩০ রানের সময় ফিরে যান ওপেনার জুনায়েদ। তিনি করেন ৭ রান। শান্তর সঙ্গে তার জুটি ভাঙ্গার পর দলের হাল ধরতে এসে মাত্র ৮ রান করে ফিরে যান ফরহাদ হোসেন। মধ্যাহ্ন বিরতির পর আউট হন শান্তও। খেলেছেন ১০৯ বলে ১১ চারের মারে ৭৫ রানের ইনিংস। বাকি সময়টা পার করেছেন অধিনায়ক অমি ও আরিফুল। আশরাফুল ২২ রানে নেন ২ উইকেট। সোহাগ ২ উইকেট নেন ৬০ রানে।

এবাদতে-মোশাররফে বিবর্ণ দক্ষিণাঞ্চল
আগের ম্যাচে তুষার ইমরানের জোরা সেঞ্চুরিতে ম্যাচ বাঁচিয়েছিল দক্ষিণাঞ্চল। কিন্তু ৫ম রাউন্ডে দেখা গেল তাদের বিবর্ণ ব্যাটিং। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মাত্র ১৯১ রানেই গুটিয়ে গেছে তারা। এ দিন তুষারের ব্যাট থেকে এসেছে মাত্র ১৪ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর ফজলে মাহমুদের ব্যাট থেকে আসা ৪০ রান। দক্ষিণের ৭ ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালেও পেসার এবাদত হোসেন ও  স্পিনার মোশাররফ হোসেনের বলে থিতু হতে পারেননি। আগের ম্যাচেই করেছিলেন ক্যারিয়ার সেরা বোলিং। এবার নিজেকে ছাড়িয়ে গেলেন এবাদত। তার সমান ৪ উইকেট পেয়েছেন অভিজ্ঞ মোশাররফ। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন এবাদত, ৫৭ রানে ৪টি মোশাররফ। দুজনের বোলিং নৈপুণ্যের পর মধ্যাঞ্চলকে ব্যাট হাতে এগিয়ে নিয়েছেন সাদমান ইসলাম অনিক। দিনেই তুলে ফেলেছে ২ উইকেটে ১৫৪ রান। আগের রাউন্ডে সেঞ্চুরি করা ওপেনার সাদমান এবার অপরাজিত ৬৬ রানে। যদিও মধ্যাঞ্চল এখনো পিছিয়ে ৩৭ রানে। তবে হাতে আছে ৮ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তরাঞ্চল- ইসলামী ব্যাংক
টস: পুর্বাঞ্চল (ফিল্ডিং)
উত্তরাঞ্চল প্রথম ইনিংস: ৬৫ ওভারে ২০৪/৫ (প্রথম দিনে) (মিজানুর ৪৬, জুনায়েদ ৭, শান্ত ৭৩, জহুরুল ৪৩*, আরিফুল ১৭*; সাইফ ১/৩২, সোহাগ ২/৬০, আশরাফুল ২/২২)
প্রাইম ব্যাংক- ওয়ালটন মধ্যাঞ্চল (রাজশাহী)
টস: মধ্যাঞ্চল (ফিল্ডিং)
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৪৯.৫ ওভারে ১৯১ (প্রথম দিন) (এনামুল ২৩, ফজলে রাব্বি ৪০, ইমরুল ২৬, তুষার ১৪, মিঠুন ১৮, নুরুল ২৮, মোসাদ্দেক ২১*, শাকিল ২/৫০, এবাদত ৪/৩২, মোশাররফ ৪/৫৭)।
মধ্যাঞ্চল ১ম ইনিংস: ৩৫ ওভারে ১৫৪/২ (সাইফ ৩০, সাদমান ৬৬*, মজিদ ৪৪, মার্শাল ১৪*; নাঈম ১/৪৩, রাজ্জাক ১/৫১)।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status