খেলা

বান্দরবানে ওস্তাদ ক্যশৈ হ্লা সংবর্ধনা

বান্দরবান প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় কারাতে ফেডারেশনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ওস্তাদ ক্যশৈ হ্লা বলেছেন, দেশের কারাতে ক্রীড়াঙ্গনের কর্মকাণ্ডকে সম্প্রসারণ করে হারানো গৌরব পুনরুদ্ধার করা হবে। আগামীতে অনুষ্ঠিত এশীয় সাব-গেমসে অধিকতর স্বর্ণজয় করে বিশ্বদরবারে কারাতের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করতে আমরা বদ্ধপরিকর। তিনি বলেন, পার্বত্য তিন জেলা তথা চট্টগ্রাম বিভাগে পিছিয়ে পড়া কারাতেসহ সব ক্রীড়ায় দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে দুর্জয়ের মতো কাজ করে যাব। তিনি এসব লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা শহরে একটি দৃষ্টিনন্দন ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলারও ঘোষণা দেন। গতকাল দুপুরে বান্দরবান প্রেস ক্লাব ও জেলা সদরে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় জাতীয় কারাতে ফেডারেশনের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ওস্তাদ ক্যশৈ হ্লা এসব কথা বলেন। প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় বক্তব্য দেন, জেলা রেডক্রিসেন্ট সেক্রেটারি একেএম জাহাঙ্গীর, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান খেলোয়াড় সমিতির সভাপতি নাসির উদ্দিন ও জেলা খেলোয়াড় সমিতির নেতা রফিকুল আলম মামুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status