বাংলারজমিন

শিক্ষা বৃত্তি প্রদান করলো আফতাব উদ্দিন ফাউন্ডেশন

অর্থনৈতিক রিপোর্টার:

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:০২ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে দরিদ্র, মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি এবং গুণী শিক্ষকদের আজীবন সম্মাননা দিয়েছে আফতাব উদ্দিন ফাউন্ডেশন। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়। আর সম্মাননা পান যদুনাথ উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক ছাত্র এবং একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। শনিবার টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের আয়োজন করে আফতাব উদ্দিন ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন আফতাব উদ্দিন ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান। সভাপতিত্ব করেন নাগরপুরের যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বাবু গোপেন্দ্র মোহন সাহা। প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের (নাগরপুর-দেলদুয়ার) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবদুল বাতেন। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্যের স্ত্রী মমতাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status