বাংলারজমিন

ফুলবাড়ী সীমান্তে বিজিবির ওপর হামলা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

ফুলবাড়ী সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারিদের হামলায় তিন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। গত সোমবার গভীর রাতে উপজেলার অনন্তপুর সীমান্তের বেড়াকুটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত ৫৫৩৭৯নং হাবিলদার সোবহান, ৯২০১৬ নং সিপাহি শাহিন মিয়া এবং ৯৪৯৯৭নং সিপাহি মাইদুল ইসলাম ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন রয়েছে। চোরাকারবারিরা হামলা চালিয়ে বিজিবির একটি রাইফেলের ট্রিগার গার্ড ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার পশ্চিম রামখানা গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আইয়ুব আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ট্রিগার গার্ড ও মোবাইল উদ্ধার করা হয়। এসময় আইয়ুব আলীকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত ২টার দিকে অনন্তপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার সোবহানের নেতৃত্বে ৬ সদস্যের একটি বিজিবির টহলদল ৯৪৮নং আন্তর্জাতিক সীমানা পিলার হতে দুই কিলোমিটার বাংলাদেশে অভ্যন্তরে বেড়াকুটি বাজারের পার্শ্ববর্তী এলাকায় টহল দিতে থাকে। এ সময় বিজিবির সদস্যরা ওই রাস্তা দিয়ে চলাচলকারী অপরিচিত দুই ব্যক্তিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদে তারা অসংলগ্ন কথাবার্তা বললে বিজিবি তাদের চড়থাপ্পড় দেয়। একপর্যায়ে অনন্তপুর গ্রামের মৃত আনছার আলীর ছেলে আমিনুল ইসলাম ও একই গ্রামের রমজান আলীর ছেলে চোরকারবারি আমিনুর রহমান খলিফার নেতৃত্বে ৩০-৪০ জন লাঠিসোটা নিয়ে বিজিবি’র টহলদলের ওপর হামলা চালায়। তাদের হামলায় ৩ বিজিবি সদস্য গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। অপর ৩ জন পালিয়ে আত্মরক্ষা করে। খবর পেয়ে কাশিপুর কোম্পানি সদরের অতিরিক্ত বিজিবির টহল ঘটনাস্থলে গিয়ে আহত বিজিবি সদস্যদের উদ্ধার করে।
এ ঘটনায় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার সহিদুল ইসলাম বাদী হয়ে আমিনুল ইসলাম, আমিনুর রহমান ও আইয়ুব আলীসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেছে।
কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসাধীন আহত বিজিবি সদস্যদের দেখতে এসে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের মেজর জিয়া মোহাম্মদ মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status