বাংলারজমিন

বড়াইগ্রামের গাছের সঙ্গে শত্রুতা!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪২ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামে প্রতিহিংসাবশত ৫৫টি ফলজ কলাগাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। সোমবার সন্ধ্যায় উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের দু’কূল গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের রেজাউল করিমের ছয় কাঠা জমি ২০ হাজার টাকায় লিজ নেন ধামানিয়া পাড়া কৃষক আবদুল ওহাব। দু’কূল গ্রামের আমজাদ হোসেনও জমিটি লিজ নিতে চাইলে তাকে না দেয়ায় ক্ষুব্ধ ছিলেন তিনি। বর্তমানে জমিতে থাকা প্রায় ৭৫টি সবরী কলার গাছে কলা ধরেছে। আর দিন পনের পরেই কলাগুলো বিক্রি করা যেত। কিন্তু সোমবার বিকালে আমজাদ হোসেন ও তার স্ত্রী মনোয়ারা বেগম পূর্বের জের ধরে প্রকাশ্যে বাগানের প্রায় ৫৫টি কলাগাছ কেটে ফেলেন। এতে আবদুুল ওহাবের লিজ মূল্যসহ কমপক্ষে ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বড়াইগ্রাম থানার ডিউটি অফিসার সিরাজুল ইসলাম জানান, লিখিত আবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status