বাংলারজমিন

মুজিবনগর দিবসে এমসি কলেজে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪১ পূর্বাহ্ন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা গতকাল কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। দর্শনের বিভাগীয় প্রধান প্রফেসর আজাদ আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, উপাধ্যক্ষ প্রফেসর মো. সালেহ আহমদ, শিক্ষক পরিষদের সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. তোতিউর রহমান। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তৃতায় অধ্যক্ষ নিতাই চন্দ্র বলেন, শিক্ষার্থীদের সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে। তাদের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। আলোচনা অনুুষ্ঠান শেষে মুজিবনগর দিবসের পটভূমিতে রচিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status