বাংলারজমিন

গাজীপুরে ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির জিডি

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪১ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহমান আরমানকে অকথ্য গালাগাল ও হুমকি দেয়ার অভিযোগ ওঠেছে। কালীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলির নামে এই অভিযোগে মঙ্গলবার দুপুরে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (ডায়েরি নং ৭৭৬)।
জিডির বিবরণে জানা গেছে, গত সোমবার (১৬ই এপ্রিল) বিকালে কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সহকর্মীদের নিয়ে পহেলা বৈশাখ উদযাপনের একটি ছবি ও স্ট্যাটাস ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন আব্দুর রহমান আরমান। তার দেয়া ওই স্ট্যাটাসে আপত্তিকর মন্তব্য, জবাব-পাল্টা জবাব চলে। এরই জের ধরে শর্মিলী দাস মিলি সাংবাদিক আব্দুর রহমান আরমানের এক সহকর্মীর মোবাইল ফোনে কল দিয়ে আরমানের নামে অশ্লীল কথাবার্তা ও বাজে মন্তব্য করেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে কথা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ট্যাটাসে নিজের করা মন্তব্য- পাল্টা মন্তব্যগুলো ডিলিট করে দেন শর্মিলী দাস মিলি।
এ ব্যাপারে সাংবাদিক আব্দুর রহমান আরমান বলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি এর আগেও বেশ কয়েকবার তাকে নিয়ে বাজে মন্তব্য ও নানা ধরনের হুমকি দিয়েছেন। তিনি আরমান, তার পরিবার ও সহকর্মীদের যে কোনো ধরনের ক্ষতি করতে পারেন। এমন ধারণায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলির ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে গতকাল বিকালে সংযোগ পাওয়া গেলেও মিটিংয়ে ব্যস্ত থাকার কথা বলে পরে যোগাযোগ করতে বলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status