বাংলারজমিন

বদরগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ মহড়া

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪০ পূর্বাহ্ন

মাদক সেবনকারী ও ব্যবসায়ীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করতে প্রতিদিন চালানো হচ্ছে ঝটিকা অভিযান। যার অংশ হিসেবে সোমবার রাতে বদরগঞ্জ পৌরশহরে ‘মাদককে না বলুন’ প্ল্যাকার্ড নিয়ে মোটরসাইকেল মহড়া প্রদর্শন করা হয়। ওসি আনিছুর রহমানের নেতৃত্বে এতে অংশ নেয় থানার সব পুলিশ সদস্য। পুলিশের মাদক বিরোধী এ অভিযানে মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মাদক বিরোধী পুলিশের এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের স্বজনরা।
থানা সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ আগে বদরগঞ্জ থানায় যোগদান করেন ওসি আনিছুর রহমান। তার যোগদানের পরেই বদরগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। এরমধ্যেই প্রতিদিন বদরগঞ্জ পৌরসভাসহ ইউনিয়নপর্যায়ে চালানো হয়েছে মাদক বিরোধী অভিযান। গত দুই সপ্তাহের ব্যবধানে মাদকের মামলা হয়েছে ২০টি। উদ্ধার করা হয়েছে প্রায় ৩০০ পিস ইয়াবা, গাজা ও ফেনসিডিল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status