বাংলারজমিন

‘মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৪০ পূর্বাহ্ন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক খাদ্যমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি বলেন, সরকারের কঠোরতায় ইতিমধ্যেই পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে কোনো ধরনের নৈরাজ্য বর্তমান সরকার বরদাস্ত করবে না। তিনি বলেন, বিএনপি হলো সন্ত্রাসের দল। তারা কোটা সংস্কারের নামে শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি সোমবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের ১০৮তম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন এ অঞ্চেলের প্রাচীনতম বিদ্যাপীঠ। এ প্রতিষ্ঠানটি ১০৮ বছর যাবৎ এ অঞ্চলের মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি এ বিদ্যালয়ের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বেলাল, বিআরডিবি চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status