বাংলারজমিন

কারাগারে গোয়ালাবাজারের দাদন ব্যবসায়ী সোহেল

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৩৩ পূর্বাহ্ন

সিলেটের শেরপুরের আঞ্চলিক ট্রাক মালিক গ্রুপের সভাপতি সিরাজ উদ্দিনকে নির্যাতন মামলার আসামি ও গোয়ালাবাজারের পরিচিত দাদন ব্যবসায়ী সোহেল কারাগারে। মামলার চার্জশিট দাখিল হওয়ার পর জামিন নিতে এলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে কারাগারে যাওয়ার পরও তার লোকজন নানাভাবে হয়রানির হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিরাজ। দাদন ব্যবসায়ী সোহেল আহমদ সিলেটের ওসমানীনগরের ব্রাহ্মণ গ্রামের মৃত হাছিব আলীর পুত্র। সিলেটের জুডিশিয়াল ১ম আদালতের ম্যাজিস্ট্রেট রোববার তাকে জেলহাজতে প্রেরণ করেন। সন্ত্রাসী ঘটনা ঘটে গেছে গত বছরের ২৩শে জুন ওসমানীনগরের গোয়ালাবাজারে। শেরপুর ওসমানীনগর আঞ্চলিক ট্রাক মালিক গ্রুপের সভাপতি সিরাজ উদ্দিন মাল্টিলাইন ইন্ডাস্ট্রির পার্কে মাটি ভরাটের ঠিকাদারি পান। সোহেল এ কাজে পার্টনার হতে সিরাজ উদ্দিনকে ১ কোটি টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথমে ২০ লাখ টাকা দেয়। কাজ চলাকালীন বাকি ৮০ লাখ টাকা দেয়ার কথা।

কিন্তু কাজ শুরুর আগেই মাল্টিলাইন ইন্ডাস্ট্রির মালিক সড়ক দুর্ঘটনায় মারা গেলে আর কাজ করা হয়নি এবং সোহেলও সিরাজ উদ্দিনকে বাকি ৮০ লাখ টাকা দেননি। ব্যবসায়ী সিরাজ উদ্দিন মাল্টিলাইন ইন্ডাস্ট্রির কাছে দেয়া জামানতের টাকার একটি অংশ ফেরত পান। পরে স্থানীয় ৪ জন ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় সোহেল আহমদকে ২০ লাখ টাকা ফেরত দিয়ে তার সঙ্গে ব্যবসায়িক লেনদেন শেষ করে ফেলেন। কিন্তু দাদন ব্যবসায়ী সোহেল দাবি করে বসেন ২০ লাখ টাকার বদলে সুদ-মূলে ১ কোটি টাকা। সিরাজ উদ্দিন এই ১ কোটি টাকা দিতে না পরায় সোহেল তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। সহযোগীদের নিয়ে গত বছরের ২৩শে জুন ওসমানীনগরের গোয়ালাবাজারে ব্যবসায়ী সিরাজ উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে বন্দি করে রাখে এবং বেদম মারপিট করে গুরুতর জখম করে। এ মামলায় সোহেলসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট হলে রোববার সোহেলকে জেলে প্রেরণ করেন আদালত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status