অনলাইন

৪০ ঘোড়ার দৌড় প্রতিযোগীতা

প্রথম ৭ বছর বয়সী সাওয়ারী হানিফ শেখ

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৮:০৪ পূর্বাহ্ন

নাটোরের বড়াইগ্রামের ভিটাকাজিপুর গ্রামবাসীর আয়োজনে বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা। দুইদিনব্যাপি বৈশাখী মেলার শেষ দিন সোমবার বিকেলে এ প্রতিযোগীতা ৪০টি ঘোড়ার মধ্যে প্রথম স্থান লাভ করেন নটাবাড়িয়া গ্রামের ৭ বছর বয়সী ক্ষুদে সাওয়ারী হানিফ শেখের ঘোড়া। প্রায় দুই কিলোমিটার পথপাড়ি দিয়ে গ্রুপ ভিত্তিক এই প্রতিযোগীতায় সে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে একই এলাকার নান্নু সরকারের ঘোড়া এবং তৃতীয় ওই গ্রামেরই শহিদুল ইসলামের ঘোড়া।

ঐতিহ্যবাহী এই প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম। প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় প্রধান অতিথি বিজয়ী ঘোড়ার মালিককে যথাক্রমে ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

এদিকে মেলার শেষ দিনে ঘোড়া দৌড় প্রতিযোগীতা দেখার জন্য পাশ্ববর্তী গুরুদাসপুর উপজেলাসহ বড়াইগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

স্থানীয় বাসিন্দা লালন ফকির জানান, মেলাকে ঘিরে প্রতি বাড়িতে ১০-২০জন পর্যন্ত আতœীয় স্বজনের আগমন ঘটেছে। অঞ্চল জুড়ে উৎসবের আমেজ চলছে ।

মেলা কমিটির সভাপতি ইউপি সদস্য আব্দুল কাদের জানান, বহুদিন আগে থেকেই ভিটাকাজিপুরে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগীতা চলে আসছে। বাংলা নববর্ষকে বরণ করে সকলের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status