অনলাইন

‘ব্যাংকিং খাতকে এতিমে পরিণত করা হয়েছে’

অর্থনৈতিক রিপোর্টার

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ১২:৩৮ অপরাহ্ন

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ২০১৭ সাল ছিল ব্যাংকিং খাতের কেলেঙ্কারির বছর। আর চলতি বছর ব্যাংকিং খাতকে এতিমে পরিণত করা হয়েছে। আর সে এতিমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে। ব্যাংকিং খাতের টাকা নিয়ে ফেরত দেয়া হচ্ছে না। পুঁজিবাজারের অবস্থা অস্থিতিশীল। আমদানি খাতেও স্বচ্ছতার অভাব। এ তিনটি জায়গায় অর্থের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংগঠনটির ‘বাজেট সুপারিশ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় ড. দেবপ্রিয় আরো বলেন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু বর্তমান অবস্থান দাঁড়িয়েছে যে পড়াশোনা করে যে বেকার থাকে তত সে। শহরের চেয়ে গ্রামের মানুষের আয় কমেছে। পুরুষদের তুলনায় মেয়েদের আয় কমেছে। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অপ্রাতিষ্ঠানিক খাতে। আয়হীন প্রবৃদ্ধি বেড়েছে।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status