খেলা

কমনওয়েলথ গেমসে রৌপ্য জয়ী

বাকী ও শাকিলকে নিয়ে বিজয় র‌্যালি আজ

স্পোর্টস রিপোর্টার

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১৪ পূর্বাহ্ন

গত রোববার পর্দা নামছে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসের। আসরটিতে ৮০টি স্বর্ণ ৫৯টি রৌপ্য সমান সংখ্যক ব্রোঞ্জ জিতে পদক তালিকার শীর্ষস্থান দখল করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৪৫টি স্বর্ণসহ ১৩৬টি পদক জিতে তালিকার দুই নম্বরে ইংল্যান্ড ও ২৬ স্বর্ণ ২০ রৌপ্য ও ২০ ব্রোঞ্জ জিতে তালিকার তিন নম্বরে রয়েছে ভারত। দুটি রৌপ্য জেতা বাংলাদেশ রয়েছে পদক তালিকার ৩০ নম্বরে। যাদের কল্যাণে পদক তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ, সেই রৌপ্য জয়ী দুই শুটার আবদুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদকে নিয়ে বিজয় র‌্যালি করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। রৌপ্যজয়ী বাকী ও শাকিলরা ফিরেছেন গতকাল রাতে। আজই তাদের নিয়ে বিজয় র‌্যালি করবে ফেডারেশন। বিকালে বাকী-শাকিলদের নিয়ে বিজয় র‌্যালি শুরু হবে গুলশান-১ এর বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন কার্যালয় থেকে। হাতিরঝিল হয়ে গুলশান-১ দিয়ে র‌্যালি যাবে গুলশান-২ এ। তারপর শুটিং ফেডারেশনের সামনে এসে শেষ হবে বিজয় র‌্যালি। ফেডারেশন সূত্রে জানা গেছে, রৌপ্যজয়ী দুই শুটারের জন্য বড় সংবর্ধনা আয়োজন করবে তারা। এ র‌্যালিটি আসলে তাদের দেশে ফেরার পর তাৎক্ষণিক আনন্দ হিসেবে।

সংবর্ধনা অনুষ্ঠানেই বাকী-শাকিলদের হাতে তুলে দেয়া হবে ফেডারেশন ঘোষিত ৭ লাখ টাকা করে পুরস্কার। এর বাইরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও তাদের ঘোষণা অনুযায়ী ৫ লাখ টাকা করে পুরস্কার দেবেন দুই শুটারকে। বাকী ১০ মিটার এয়ার রাইফেলে ও শাকিল ৫০ মিটার পিস্তলে রৌপ্য জিতেছেন গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে। ৬ ডিসিপ্লিনে দল পাঠালেও অংশ নিতে পারেননি দুই বক্সার। বক্সিং কোচের ব্যর্থতায় না খেলেই গোল্ড কোস্ট থেকে ফেরত আসতে হয়েছে বক্সারদের। এছাড়া ৫০ ও ১০০ মিটার বাটারফ্লাইতে অংশ নিয়েছেন মাহামুদুর নবী।  দুটি ইভেন্টেই হিটে বিদায় নিয়েছেন এই সাঁতারু। ১০০ মিটার ব্রেস্টস্টোকে সাঁতারু আরিফুল ইসলাম নিজের সেরা টাইমিং করে ২৯ জন সাঁতারুর মধ্যে ২০তম হয়েছেন। হতাশ করেছেন আরেক সাঁতারু নাজমা খাতুন। অ্যাথলেটিক্সে বলার মতো টাইমিং করতে পারেননি দেশ সেরা দুই স্প্রিন্টার মেজবাহ ও শিরিন। ১০০ মিটার স্প্রিন্টে মেজবাহ ৫৩তম ও শিরিন হয়েছেন ৩৮তম। ২০০ মিটার স্প্রিন্টে সবার শেষে দৌড় শেষ করেছেন শিরিন। ভারোত্তোলনে দেশকে লজ্জায় ফেলেছেন শিমুল কান্তি সিংহ। হতাশ করেছেন ফুলমতি চাকমা ও জহুরা আকতার রেশমাও। এসএ গেমসে স্বর্ণ জয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ৬৩ কেজি ওজন শ্রেণিতে ব্যক্তিগত রেকর্ড গড়েছেন। এই ইভেন্টে ব্যক্তিগত রেকর্ড গড়ে ১৩ জনের মধ্যে ১৮০ কেজি উঠিয়ে ষষ্ঠ হয়েছেন তিনি। এর মধ্যে স্ন্যাচে ৭৮ কেজি আর ক্লিন এন্ড জার্কে ১০২ কেজি। এর আগে আজারবাইজানে ইসলামিক সলিডারিটি গেমসে ১৭৯ কেজি ওজন তুলেছিলেন এই ভারোত্তোলক। ওটাই ছিল মাবিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে আবদুল্লাহ হেল বাকী ও ৫০ মিটার পিস্তলে শাকিল আহমেদের হাত দিয়ে পদক এসেছে। এর বাইরে ১০ মিটার এয়ার রাইফেলে উম্মে জাকিয়া সুলতানা পদকের আশা দেখিয়েছিলেন। ১০ মিটার পিস্তলে ফাইনালে উঠেছিলেন শাকিল। বাকীদের স্কোরও খারাপ ছিলো না। কুস্তিতেও আশা দেখিয়েছেন শিরিন সুলতানা ও আমজাদ হোসেন। দুইজনই বিদায় নিয়েছেন ব্রোঞ্জের লড়াই থেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status