বাংলারজমিন

সুনামগঞ্জে অস্ত্রসহ ১১ ডাকাত আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতি সময় আন্তঃজেলা ডাকাত দলের ১১ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির সময় ওই ডাকাতদের আটক করা হয়। স্থানীয়রা জানান, সোমবার ভোর রাতে অস্ত্রসহ ডলুরা গ্রামের অদুদ মিয়া ও জুলহাস মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা চালায় ডাকাতরা। বাড়ির লোকজন পুলিশকে জরুরি সেবাদানকারী ৯৯৯ নাম্বারে ম্যাসেজ দিয়ে ডাকাতির বিষয়টি জানায়। ম্যাসেজ পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মালামালসহ ১১ ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় ডাকাতদের কাছ থেকে নগদ ৩৯০০ টাকা, একটি চেইন, দুটি মোবাইলসেট, দুটি ছোরা, একটি রামদা, একটি চাকু, একটি চাইনিজ কুড়াল ও একটি স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়। আটকরা হলো- সুনামগঞ্জ পৌরসভার ষোলঘর এলাকার রুবেল মিয়া (৩০), কাপনা গ্রামের বাচ্চু মিয়া (৩৫), বাহাদুরপুর গ্রামের কামাল মিয়া (৩৫), সিলেটের মানসিনগর গ্রামের আমিন মিয়া (২৮), হেংলাকান্দি গ্রামের মিজনুর রহমান (৪৫), নোয়াগাঁও গ্রামের আশরাফ আলী (৩৫), হবিগঞ্জের শিবপাশা গ্রামের সুমন মিয়া (২৫), দেবিপুর গ্রামের রাসেল মিয়া (৩০), শায়েস্তাগঞ্জ বাজারের এনাম মিয়া (৪০), জসিম উদ্দিন (৩০) ও সাদিকুর রহমান (২০)। বিশ্বম্ভরপুর থানার এসআই প্রদীপ কুমার চক্রবর্তী জানান, সোমবার ভোরে জরুরি সেবার ম্যাসেজ পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ডলুরা গ্রাম থেকে ডাকাতদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status