দেশ বিদেশ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন

২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:০৪ পূর্বাহ্ন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের দু’দিন ধরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মোট একজন মেয়র, ১৯জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাই চলাকালে প্রার্থী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় পুরো বঙ্গতাজ অডিটোরিয়ামে। গতকাল সোমবার সকাল থেকে নগরের জয়দেবপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে স্থাপিত সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল ও কর্মকর্তাগণ মনোননয়পত্র বাছাইয়ের কাজ শুরু করেন। দুই দিনে মনোনয়ন যাচাই-বাছাই করে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, যাদের প্রার্থিতা বাতিল হচ্ছে তারা আগামী তিন দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন এবং এ বিষয়ে কাগজপত্র সরবরাহ করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আর যাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হচ্ছে, তারা সন্তুষ্টি জানিয়ে নির্বাচনে আচরণবিধি মেনে চলার দৃঢ় প্রত্যয় এবং জেতার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ নির্বাচনে মেয়র প্রার্থী ১০ জন, সাধারণ কাউন্সিলর ২৯৪ জন ও ৮৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩শে এপ্রিল। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ই মে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status