বিশ্বজমিন

প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে অযোগ্য ট্রাম্প

মানবজমিন ডেস্ক

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ১:০৯ পূর্বাহ্ন

 প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে অযোগ্য ডনাল্ড ট্রাম্প। তিনি অব্যাহতভাবে মিথ্যা কথা বলেন। নারীদেরকে ‘মাংসের দলা’ হিসেবে দেখেন। এফবিআইয়ের পরিচালকের পদ থেকে জেমস কমিকে বরখাস্ত করার পর প্রথম সাক্ষাতকারে তিনি এসব কথা বলেছেন। জেমস কমি এরই মধ্যে লিখে ফেলেছেন স্মৃতিকথা ‘এ হাইয়ার লয়্যালটি’। বইটির প্রমোশনাল ট্যুর বা প্রচারণা উপলক্ষে অভিযান শুরু করেছেন জেমস কমি। তাকে এক বছর আগে এফবিআই থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর ট্রাম্প সম্পর্কে জেমস কমি তেমন কোনো খারাপ মন্তব্য করেন নি। তবে বইটির প্রচারণা উপলক্ষে তিনি ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। এবিসি টেলিভিশনকে তিনি এ নিয়ে প্রায় ৫ ঘন্টার সাক্ষাতকার দেন। এতে তিনি বলেন, আমাদের প্রেসিডেন্টের অবশ্যই উচিত অন্যদের সম্মান করা। তাকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে সমুন্নত রাখা উচিত। কারণ, এসবই যুক্তরাষ্ট্রের মৌলিক বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যবাদিতা। কিন্তু এই প্রেসিডেন্ট (ট্রাম্প) তা অবলম্বন করতে ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে যোগ্য নন তিনি। পাঁচ ঘন্টার এই টেলিভিশন সাক্ষাতকারটি কয়েকটি ধাপে প্রচার হওয়ার কথা। প্রথম এক ঘন্টার সাক্ষাতকার প্রচার হওয়ার কথা রোববার রাতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status