বাংলারজমিন

মাদারীপুরে চালু হলো স্বল্পমূল্যে ক্যাম্পসের ডায়ালাইসিস সেবা

স্টাফ রিপোর্টার

৭ এপ্রিল ২০১৮, শনিবার, ৮:২৬ পূর্বাহ্ন

অলাভজনক স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান ‘কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)’-এর উদ্যোগে মাদারীপুর জেলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের বসবাসরত প্রায় ৩০ লাখ লোকের মধ্যে চিকিৎসা বঞ্চিত তথা স্বল্প আয়ের কিডনি বিকল রোগীদের জন্য ডায়ালাইসিস সেন্টার চালু করেছে। এটি মাদারীপুরের প্রথম ও একমাত্র ডায়ালাইসিস সেন্টার চালু বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল আনুষ্ঠানিকভাবে ‘ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার-মাদারীপুর’ এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টার-মাদারীপুর, ১৫৯ পানিছত্র, শরীয়তপুর সড়ক, মাদারীপুরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে ক্যাম্পসের আয়োজনে মাদারীপুর শিল্পকলা একাডেমিতে, ‘কিডনি রোগ প্রতিরোধে করণীয়’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালের কিডনি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ এ সেমিনারে সভাপতিত্ব করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন। দেশের ক্রমবর্ধমান কিডনি রোগীর তুলনায় এর চিকিৎসার সুযোগ, ডাক্তারের সংখ্যা এবং ডায়ালাইসিস সেবাকেন্দ্রের সংখ্যা অতি নগণ্য। তদুপরি বিদ্যমান চিকিৎসার সুযোগসমূহের সিংহভাগই নগর কেন্দ্রিক, তাই মফঃস্বল শহর কিংবা দেশের প্রত্যন্ত এলাকার কিডনি রোগীদের চিকিৎসা ক্ষেত্রে বিরাজ করছে সীমাহীন দুরবস্থা। এমনি প্রেক্ষাপটে ‘ক্যাম্পস’ কিডনি রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধি এবং সুলভে কিডনি চিকিৎসার কার্যক্রম পরিচালনা করে আসছে। কিডনি চিকিৎসা দেশের প্রত্যন্ত এলাকার দৌড়গোড়ায় পৌঁছে দিতে ক্যাম্পস তার ডায়ালাইসিস এবং চিকিৎসা কার্যক্রম দেশের বিভিন্ন প্রান্তে প্রসারিত করছে। ইতিমধ্যে ক্যাম্পস টাঙ্গাইল, চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করে কিডনি রোগীদের চিকিৎসা প্রাপ্তির সুযোগ তৈরি করছে। চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে ক্যাম্পস ঐতিহ্যবাহী জেলা শহর মাদারীপুরে একটি ডায়ালাইসিস কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। টাঙ্গাইল, চাঁদপুরের পরে এবার মাদারীপুরেও ক্যাম্পসের ডায়ালাইসিস সেন্টার চালু হলো। পুলিশ সুপার সারোয়ার হোসেন, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ উপস্থিত ছিলেন। গতকাল সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status