প্রথম পাতা

ইউএস-বাংলা উড়োজাহাজের জরুরি অবতরণ

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ১০:২১ পূর্বাহ্ন

যান্ত্রিক ত্রুটির সংকেত পেয়ে ঢাকায় জরুরি অবতরণ করেছে ইউএস-বাংলা উড়োজাহাজের একটি বিমান। গতকাল সকালে ১৬৪ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার ১৫ মিনিটের 
মাথায় বিমানটি শাহজালাল বিমানবন্দরে ফিরে আসে। পরে অবশ্য ত্রুটি পরীক্ষা করে বিমানটি বেলা পৌনে ১২টার দিকে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়ে যায়। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর শাহজালালে ফিরে এসে জরুরি অবতরণ করে। এর দুইদিন পর ইউএস-বাংলার ফ্লাইটের জরুরি অবতরণ পাইলটের অতি সতর্কতার কারণে হয়েছে বলে জানিয়েছে বেসরকারি বিমান সংস্থাটি। ইউএস- বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে পাইলট ছোটখাটো যান্ত্রিক ত্রুটির সিগন্যাল পান যা উড্ডয়নরত অবস্থায় ঠিক হয়ে যায়। নিরাপত্তার দিক বিবেচনা করে ফিরে এসে পাইলট তা পরীক্ষা করে নেন। পরে এটি কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬৪ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয় ইউএস-বাংলার পূর্ব নির্ধারিত বিএস-৩১৫ ফ্লাইটটি। এর ১৫ মিনিট পরই তা পুনরায় জরুরি অবতরণ করে শাহজালাল বিমানবন্দরে। পরীক্ষা-নিরীক্ষার পর বেলা ১১টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি পুনরায় যাত্রা শুরু করে।
গত ১২ই মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি ড্যাশ ৮-কিউ ৪০০ মডেলের বিমান বিধ্বস্ত হয়ে পাইলট-ক্রুসহ ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে ২৬ জনই বাংলাদেশি। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১০ বাংলাদেশি যাত্রীর সাতজনকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে। সিঙ্গাপুর ও ভারতে চিকিৎসা নিচ্ছেন তিনজন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন কবির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status