শেষের পাতা

জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ১০:১১ পূর্বাহ্ন

পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় বাংলাদেশের নাম রেখে দেয়া জার্মান প্রতিষ্ঠানের প্রতিবেদনকে ষড়যন্ত্রমূলক মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, আজ যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতার স্বীকৃতি পেলাম 
তখন সেসব শত্রুভাবাপন্ন গোষ্ঠী এদেশের বিরোধিতা শুরু করলো। তাদের চ্যালেঞ্জ আমরা ভেঙে দিয়েছি বলেই আজ বাংলাদেশ ও বর্তমান সরকারের দুর্নাম রটাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র স্বাধীন হওয়ার পর থেকেই শুরু হয়েছে, যা আজও চলমান। তিনি বলেন, বিএনপি নেতারা বলছেন তারা ক্ষমতায় থাকলে নাকি আরও ১০ বছর আগে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে যোগ্যতা অর্জন করতো। কিন্তু তাদের ক্ষমতাকালীন অর্জন অনুসারে বিএনপি ক্ষমতায় থাকলে দেশ দারিদ্র্যসীমার নিচে থাকতো নইলে একেবারে ধ্বংস হয়ে যেতো।
গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) আয়োজিত অগ্নিঝরা মার্চ ও স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, দুবার ক্ষমতায় থেকে তারা পদ্মা ব্রিজ, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, উন্নতমানের ফ্লাইওভারসহ কোনোটার ব্যাপারেই তো অগ্রগতি দেখাতে পারেনি, বাস্তবায়ন তো দূরের কথা।
বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা হত্যা করেনি; বাংলাদেশের মীর জাফররা হত্যা করেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের বিরোধিতা করেছিল যারা, সপ্তম নৌবহর পাঠানোর ব্যাপারে মদদদাতা ছিল তারাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাঙালি ইতিহাসের কালো অধ্যায়ের সূচনা করেছিল। বঙ্গবন্ধু সবসময় দেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করে গেছেন। সে আন্দোলনগুলোর কথা আমরা সবাই সবসময় মনে রাখি না।
জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খালেক, সংগঠনটির সাধারণ সম্পাদক নাজমুল হক, ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক নজরুল মজিদ বেলাল, জাতীয় জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, অধ্যাপক নুরুল ইসলাম, ডা. মোস্তাক হোসেন, কামরুল আহসানসহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status