শেষের পাতা

গোয়াইনঘাটে মসজিদের জায়গা নিয়ে সংঘর্ষ, নিহত ২

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

২৫ মার্চ ২০১৮, রবিবার, ১০:১০ পূর্বাহ্ন

সিলেটের গোয়াইনঘাটে মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গুলিতে নিহত হয়েছেন ২ জন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন- সালুটিকর মিত্রিমহল গ্রামের আবদুল জলিলের ছেলে মনাই মিয়া (২৫) ও একই গ্রামের 
আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ (২৬)। শনিবার সকাল ৭টায় উপজেলার মিত্রিমহল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে সালুটিকর ফাঁড়ি, গোয়াইনঘাট থানা ও সিলেটের রিজার্ভ পুলিশ থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র মতে, সালুটিকর বাজার মসজিদের ভোগদখলীয় একখণ্ড ভূমি দখল করে তার উপর দিয়ে চেঙ্গেরখাল নদী থেকে বালু উত্তোলন করে পাইপ বসিয়ে নেয়ার জন্য একটি খাল তৈরি করার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বহর গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিন। এ ঘটনায় সালুটিকর বাজার মসজিদের মোতওয়ালি ও মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহানের সঙ্গে জামাল উদ্দিন, ফখর উদ্দিন, ফয়েজ মাস্টার, ফারুক মাস্টার, রফিকুল, লেচু গংদের সঙ্গে শুক্রবার বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই জের ধরে শনিবার সকাল ৭টার দিকে পুনরায় জামাল উদ্দিন গংরা মসজিদের ঐ ভূমি দখল করে বালু উত্তোলনের জন্য পাইপ বসানোর চেষ্টা করলে গ্রামবাসী বাধা দেয়। এতে করে উভয়পক্ষে উত্তেজনা দেখা দিলে স্থানীয় ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিরা সরজমিন গিয়ে উভয়পক্ষকে সালিশ বিচারে বিষয়টি সমাধানের উদ্যোগ নেন। এসময় হঠাৎ করেই জামাল অনুসারীদের পক্ষ থেকে উস্কানিমূলক কথাবার্তার সূত্র ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই মিত্রিমহল গ্রামের দুজনের প্রাণহানি ও অর্ধশতাধিক ব্যক্তির আহতের ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী সালুটিকর বাজার মসজিদের মোতওয়ালি মো. আব্দুস সুবহান জানান, ঘটনার সময় বহর গ্রামের জামাল উদ্দিন আহমদ, ফয়েজ আহমদ, ফারুক মাস্টার, হাজী ফখর, লেচু মিয়া, মকবুল আলী ও আমির আলী গংদের হাতে বন্দুক ছিল।
এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার (ইনচার্জ) মো. দেলওয়ার হোসেন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, সিলেটের এডিশনাল এসপি আবুল হাসানাত ও গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান। এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, অনাকাঙ্ক্ষিত এ ঘটনার খবর পেয়ে দ্রুত অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। জেলা প্রশাসক নুমেরী জামান বলেন, তুচ্ছ একটি বিষয় নিয়ে এমন ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। সমবেত গ্রামবাসীকে ধৈর্য ধারণ করার অনুরোধ করে তিনি বলেন এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে প্রশাসন ব্যবস্থা নিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status