খেলা

কিশোরগঞ্জে সাকিবের অন্যরকম জন্মদিন উদযাপন

আশরাফুল ইসলাম, কিশোরগঞ্জ থেকে

২৫ মার্চ ২০১৮, রবিবার, ১০:০২ পূর্বাহ্ন

বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ৩১তম জন্মদিন ছিল ২৪শে মার্চ শনিবার। এই দিনটাতেই বিশ্বসেরা অলরাউন্ডার এসেছিলেন কিশোরগঞ্জে। উপলক্ষ ছিল প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের নামে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রয়াত জিল্লুর রহমানের ছেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, উদ্বোধক ছিলেন বিসিবি পরিচালক ও স্পন্সর প্রতিষ্ঠান এক্সপো চেয়ারম্যান মাহবুব আনাম এবং বিশেষ অতিথি হিসেবে সাকিব আল হাসানের সঙ্গী ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দুপুর সাড়ে ১২টায় তারা যখন হেলিকপ্টার থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করেন তখন হাজারো জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস পুরো স্টেডিয়াম জুড়ে। ‘সাকিব’ ‘সাকিব’ স্লোগানে মুখরিত গোটা স্টেডিয়াম। নানা আনুষ্ঠানিকতা আর বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয় আট বছর পর কিশোরগঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লীগের। একই সঙ্গে উদযাপন করা হয় সাকিব আল হাসানের জন্মদিনও। ৩১ পাউন্ড ওজনের বিশাল আকারের কেকটি যখন কাটছিলেন সাকিব আল হাসান, তখন দর্শকে ঠাসা স্টেডিয়াম নেচে ওঠে প্রাণের উল্লাসে। স্টেডিয়ামের গ্যালারিতে তরুণীরা উঁচিয়ে ধরেন ‘হ্যাপি বার্থডে টু সাকিব’ লেখা মানব প্ল্যাকার্ড। জন্মদিনের কেক কাটার পরপরই সাকিব আল হাসান সঙ্গী কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে খোলা গাড়িতে চড়ে গ্যালারিতে থাকা দর্শকদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। গতকাল সকাল থেকেই ক্রিকেটানুরাগীদের ঢল কিশোরগঞ্জের আলোর মেলা এলাকার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম অভিমুখে। সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানকে দেখার জন্য বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা ভিড় জমায় স্টেডিয়ামে। সকাল ১০টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় প্রায় ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম। প্রতিটি গ্যালারিতেই ছিল উপচেপড়া ভিড়। স্টেডিয়ামে ঢুকতে না পেরে বিপুলসংখ্যক দর্শক সামনের রাস্তায় ভিড় করেন।
নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ফুরোয় তাদের প্রতীক্ষার প্রহর। সাদা রঙের মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারে চড়ে একে একে স্টেডিয়ামে অবতরণ করেন নাজমুল হাসান পাপন, মাহবুব আনাম আর সাকিব-মোস্তাফিজ। ফুলেল শুভেচ্ছায় তাঁদের বরণ করে নেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ ও বিসিবি পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। শুরু হয় প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা ও লীগে অংশগ্রহণকারী ১৬টি দলের দলীয় পতাকা উত্তোলনের পর সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন। তখন স্টেডিয়ামের গ্যালারিতে উপচে পড়া ভিড় থেকে কেবলই ‘সাকিব’ ‘মোস্তাফিজ’ শব্দের গর্জন। উদ্বোধনী অনুষ্ঠান চলার একপর্যায়ে শত শত ভক্ত বাধা উপেক্ষা করে ছুটে যান উদ্বোধনী মঞ্চের দিকে। এ সময় পুলিশকে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়। সাকিব এবং মোস্তাফিজ তাদের বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সমর্থন জোগানোয় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
প্রধান অতিথির বক্তৃতায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, আমি কিশোরগঞ্জের ছেলে। কিন্তু দুঃখের বিষয় আমাদের জাতীয় ক্রিকেট দলে কিশোরগঞ্জের কোনো ক্রিকেটার নেই। আগামী দিনে যেন কিশোরগঞ্জের ক্রিকেটাররা জাতীয় দলে খেলতে পারে, কিশোরগঞ্জের ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাবো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামকে বিসিবির আওতায় নিয়ে এর উন্নয়ন ঘটানো হবে বলেও আশ্বাস দেন নাজমুল হাসান।
জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বাণী পড়ে শোনানো হয়। বাণী পাঠ করেন সাবেক ছাত্রনেতা অজয় কর খোকন। এতে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ বক্তব্য দেন। কিশোরগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দলের অংশগ্রহণে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন হলেও খেলা মাঠে গড়াবে আগামী ২৯শে মার্চ। দলগুলো হচ্ছে, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, সদরুল আলম স্মৃতি সংসদ, নগুয়া ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহীদ জাকির স্মৃতি সংসদ, এলাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দ্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা, সূর্য সংঘ, মঈনুল স্মৃতি ক্রিকেট ক্লাব, রথখোলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও নবদিগন্ত ক্রিকেট ক্লাব। ৪টি গ্রুপে বিভক্ত ১৬টি দল গ্রুপ পর্যায়ে মোট ২৪টি ম্যাচ খেলবে। এছাড়া ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমিফাইনাল ও একটি ফাইনাল মিলিয়ে লীগে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status