খেলা

বক্সিং ফেডারেশনের নির্বাচনে প্রার্থী ৩৮

স্পোর্টস রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ১০:০১ পূর্বাহ্ন

বক্সিং ফেডারেশনের নির্বাচনকে ঘিরে দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছেন সংগঠকরা। একটির নেতৃত্বে আছেন বর্তমান সাধারণ সম্পাদক কুদ্দুস খান এবং অন্যদিকে মাজহারুল ইসলাম তুহিন। এছাড়াও বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদও আলাদা মনোনয়নপত্র কিনে ৩রা এপ্রিলের নির্বাচনী প্রচারণায় লড়ছে। বক্সিং ফেডারেশনের নির্বাচনে ভোট রয়েছে ৭৯টি। এই ৭৯ ভোটের নির্বাচনে তিন প্যানেল মিলিয়ে সভাপতি বাদে মোট প্রার্থী হয়েছেন ৩৮ জন।
সভাপতি বাদে ২৪টি পদের জন্য দুটি প্যানেলই ১৫টি করে মনোনয়নপত্র জমা দিয়েছে। বাকি একটি সহ-সভাপতি ও আটটি সদস্য পদ তারা রেখে দিয়েছে ক্রীড়া সংগঠক পরিষদের জন্য। কারণ সংগঠক পরিষদ একটি সহ-সভাপতি ও আটটি সদস্য পদে নিজেদের মনোনয়নপত্র জমা করেছে। চার সহ-সভাপতির বিপরীতে কুদ্দুস খান সম্মিলিত পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন পুলিশের ডিআইজি শেখ মুহম্মদ মারুফ হাসান, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ও সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী। এই প্যানেলের সাধারণ সম্পাদক পদে এমএ কুদ্দুস খান, দুই যুগ্ম সম্পাদক পদে এমএ আজিজ হিরু ও আশরাফ হোসেন মুন্না, কোষাধ্যক্ষ জহির উদ্দিন চৌধুরী এবং সদস্য প্রার্থীরা হলেন- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, সাবেক বক্সার আবদুল হালিম, কাজী আবদুল মান্নান, রায়হান উদ্দিন ফকির, সাবেক অ্যাথলেট শামীমা সাত্তার মিমু, মোরসালিন, ফারুক হোসেন ও জান্নাতুল ফেরদৌস তানজিলা। অন্যদিকে আলম-তুহিন পরিষদ থেকে সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক বক্সার শেখ মুহাম্মদ আলম, হাজী মো. সাব্বির হোসেন ও নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ, সাধারণ সম্পাদক পদে মাজাহারলি ইসলাম তুহিন, দুই যুগ্ম সম্পাদক পদে সাবেক বক্সার সৈয়দ মহিউদ্দিন আহম্মেদ ও আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ কাজল দত্ত এবং সদস্যরা হলেন- মিনহাজ উদ্দিন, কাজী শাহাদাত হোসেন, মোতালেব, আবদুল হাই মামুন, হান্নান চৌধুরী (বাবু), ওমর ফারুক, ডা. কামরুজ্জামান ও রাজু আহম্মেদ। এছাড়া ক্রীড়া সংগঠক পরিষদের নয় জন হলেন- সহ-সভাপতি পদে বাগেরহাটের সরদার সেলিম আহমেদ এবং সদস্য পদে ময়মনসিংহ বিভাগের আকতারুজ্জামান আউয়াল, চট্টগ্রাম বিভাগের সুমন দে, খুলনা বিভাগের খন্দকার ইকবাল মাহমুদ, রাজশাহীর শফিউল আজম, চাঁপাই নবাবগঞ্জের আবদুল হান্নান, দিনাজপুরের জুলফিকার আলী, খুলনা জেলার শেখ ফরিদ আহমেদ, বরিশাল জেলার শফিকুল ইসলাম।
বক্সিং ফেডারেশনের নির্বাচনে ভোট রয়েছে ৭৯টি। জেলার ১৭টি ও বিভাগের আটটি, ক্লাবের ৩৮টি, জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচটি এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, বিকেএসপি, রেলওয়ে, বিজেএমসি, কলেজ, রেফরি ও জাজ, কোচেস অ্যাসোসিয়েশন ও সর্বশেষ সাধারণ সম্পাদকের একটি করে ভোট। আগামী মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহার এবং পরদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status