খেলা

পিএসএল ফাইনাল আজ

তামিমের খেলা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ ২০১৮, রবিবার, ১০:০০ পূর্বাহ্ন

ঘরোয়া টি-টোয়েন্টি আসর পাকিস্তান সুপার লীগে গতবার আসরের শুরুতে পেশোয়ার জালমি দলের নৈপুণ্যে সবচেয়ে ঝকঝকে ছবিটা ছিল তামিম ইকবালের। সেবার শেষ পর্যন্ত শিরোপার গৌরব কুড়ায় তামিমের দলই। যদিও জাতীয় দলের সূচি থাকায় ফাইনালে খেলতে পারেননি তামিম। এবারও আসরের ফাইনালে খেলছে পেশোয়ার জালমি। আসরে পেশোয়ারের ব্যাট হাতে ৬ ম্যাচে ৩২.০০ গড়ে তামিমের সংগ্রহ ১৬১ রান। তবে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে ইনজুরি নিয়ে ছিটকে পড়েন বাংলাদেশি এ ড্যাশিং ওপেনার। হাঁটুর চিকিৎসা নিতে পরে লাহোর থেকে ব্যাংককে পাড়ি দেন তামিম। আর পেশোয়ার জালমি জানায়, সব ঠিক থাকলে ফাইনালে দলে ফিরবেন তামিম। পাকিস্তান সুপার লীগের শিরোপার লড়াইয়ে নামছে আজ পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেড। করাচিতে হবে ফাইনাল খেলা। আসরে দু’দলই একবার করে নিয়েছে এ শিরোপার স্বাদ। ২০০৯-এ লাহোরে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে বন্দুকধারীর হামলার ঘটনার পর করাচিতে প্রথমবার খেলতে নামছেন আন্তর্জাতিক ক্রিকেটাররা। এবারের পিএসএলের প্রথম এলিমিনেটর ম্যাচে বাংলাদেশি অপর তারকা মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে জয় দেখে তামিমের দল জালমি। ওই ম্যাচে ২৯ বলে ২৭ রান করেন জালমির ওপেনার তামিম। কিন্তু পায়ের ব্যথার কারণে ওই ম্যাচে ফিল্ডিং করতে দেখা যায়নি তাকে। জানা যায়, পায়ের গোড়ালির পুরনো ব্যথা চাড়া দিয়েছে তামিমের। এর আগে তামিমের বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করেন অস্ট্রেলিয়ার চিকিৎসক ডেভিড ইয়াং। কলম্বোয় সর্বশেষ নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচেও ফিল্ডিং করা থেকে বিরত থাকেন তামিম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status