বাংলারজমিন

হালুয়াঘাট পৌর নির্বাচন

বড় দু’দলে বিদ্রোহী প্রার্থী

ওমর ফারুক সুমন, হালুয়াঘাট (ময়মনসিংহ) থেকে

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

আগামী ২৯শে মার্চ আসন্ন হালুয়াঘাট প্রথম পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচারণা জমে উঠছে। তবে প্রথম পৌর নির্বাচনে বড় দু’দলেই বিদ্রোহী প্রার্থী থাকায় বিদ্রোহী প্রার্থীর ফাঁদে রয়েছে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি। এই সুযোগকে কাটিয়ে সুবিধা নিতে মরিয়া হয়ে উঠেছে স্বতন্ত্র প্রার্থীরা। বিদ্রোহী কাটিয়ে যে এগিয়ে যেতে পারবে সেই বিজয়ী হবে বলে ভোটারগণ জানান।
২০১৪ সালের ২০শে জানুয়ারি হালুয়াঘাট পৌরসভার যাত্রা শুরু হলেও নানা জটিলতার কারণে বার বার নির্বাচন বাধাগ্রস্ত হয়েছে। চলতি বছরের ১৮ই ফেব্রুয়ারি নির্বাচন কমিশন হালুয়াঘাট পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সেই থেকে পৌরবাসীর মধ্যে নির্বাচনী আলোচনার বাতাস পুরোদমে বইতে শুরু করে। আগামী ২৯শে মার্চ পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪২৭ জন। পুরুষ ভোটার ৭ হাজার ২২৭ ও মহিলা ভোটার ৭ হাজার ২০০ জন। প্রথম বারের মতো এ পৌর নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খাইরুল আলম ভূঞা। তবে এ দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রশান্ত কুমার সাহা।


বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হামিদ। কিন্তু এ দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমদ। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য সাবেক সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহাম্মদ। আসন্ন নির্বাচন নিয়ে কথা বললে আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রনেতা খায়রুল আলম ভূঁইয়া বলেন, হালুয়াঘাট পৌরসভা বাস্তবায়নে প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিনের নির্দেশনায় আমার শ্রম, মেধা আর ঘাম ঝরানো কর্মকাণ্ড এবং বর্তমানে হালুয়াঘাট পৌরসভার উন্নয়নে মনোনীত কাউন্সিলর হিসেবে দিনরাত পরিশ্রমের ফসল হিসেবে বিজয়ী হতে পারলে পৌরবাসীর জনগণের জন্যে কাজ করে যাবো। তাদের পাশে থাকবো। বিএনপির প্রার্থী সাবেক পৌর ইউনিয়ন চেয়ারম্যান আ. হামিদ বলেন, জনগণ আমার একমাত্র সহায় গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ভোটে পরাজিত হওয়ার কারণে ভোটাররা আমার প্রতি সহানুভূতিশীল, বেশ কয়েকটি নির্বাচনে আমি নিস্ব হয়ে পড়েছি। দল এবং জনগণ আমার পাশে থাকবে এবং ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। অপর দিকে পৌর এলাকা হালুয়াঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালেহ আহাম্মেদ। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জনগণের সেবা করছি, আচার বিচার, আপদ বিপদ, জন্ম মৃত্যু, এলাকার উন্নয়ন সকল কাজে মানুষের পাশে অবিচল। আমি কারো ক্ষতি করি না, থানার দালালি করি না, মামলা মোকদ্দমা বিচার আচারের মাধ্যমে সমাধান করে থাকি। আমি মানুষের ১৫ বছরের পরীক্ষিত সেবক, তাই হালুয়াঘাটে পৌরসভার সকলের বিশ্বস্ত নগরপিতা হিসেবে জনগণ আমাকেই বিজয়ী করবে। এ পৌরসভার মোট ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরুষ ৪৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন মহিলা প্রার্থী হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status