বাংলারজমিন

শরীয়তপুর-৩ আসন পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

ভেদরগঞ্জ উপজেলায় ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে শরীয়তপুর-৩ নির্বাচনীয় এলাকার পরিবর্তে শরীয়তপুর-২ আসনে তালিকাভুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভেদরগঞ্জ নাগরিক কমিটি, উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি। মানববন্ধনে বক্তারা, ভেদরগঞ্জ উপজেলার নির্বাচনীয় এলাকায় পূর্বের ন্যায় শরীয়তপুর-৩ নির্বাচনীয় এলাকায় বহাল রাখার দাবি জানান। গতকাল বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ আওয়ামী লীগ ভেদরগঞ্জ শাখা, ভেদরগঞ্জ নাগরিক কমিটি, বিএনপি, স্কুল-কলেজ ছাত্রছাত্রী, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধারা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, নাগরিক কমিটির আহ্বায়ক যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান রাঢ়ি, ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ কুদ্দুস, মাস্টার নাহিম হাসান (নাহিম), ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মামুন, ছাত্রলীগের সভাপতি মো. সোহাগ রাঢ়ি, রামভদ্রপুরের ছাত্রলীগের সভাপতি মো. শামীম প্রমুখ। পরে বাংলাদেশ নির্বাচন কমিশন ও মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী অফিসার মো. সাব্বির আহমেদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।



সম্প্রতি নির্বাচন কমিশনের ২০১৮ শরীয়তপুর-৩ ও শরীয়তপুর-২ সংসদীয় আসন পুনর্বিন্যাস করে ভেদরগঞ্জের ছয়গাঁও, রামভদ্রপুর, মহিষার, নারায়ণপুর ও ভেদরগঞ্জ পৌরসভাকে নড়িয়ার সংসদীয় আসন-২ এর সঙ্গে খসড়া তালিকা করা হয়। আসন পুনর্বিন্যাস হলে আয়তন, জনসংখ্যা ও ভোটার সংখ্যায় ব্যাপক তারতম্য দেখা দেবে। ফলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন ঘটবে। দাবি না মানলে আন্দোলনের ঘোষণা করেন মানববন্ধনের বক্তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status