বাংলারজমিন

সাঁথিয়াকে একক আসন ঘোষণার দাবিতে মানববন্ধন

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

সাঁথিয়া উপজেলাকে একক সংসদীয় নির্বাচনী এলাকা হিসেবে চূড়ান্ত ঘোষণার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার সময় সাঁথিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপজেলার সব শ্রেণি পেশার মানুষ একত্মতা ঘোষণা করেন। সকাল থেকেই উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ লোক জমায়েত হতে থাকে। উপজেলার সব রাজনৈতিক দল ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনটি উপজেলা পরিষদ ফটক থেকে সাঁথিয়া বাজার হয়ে সাঁথিয়া ডিগ্রি কলেজ পর্যন্ত বিস্তৃত ছিল। শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে ৬৮, পাবনা-১ একক নির্বাচনী এলাকার দাবি করে আসছিল সাঁথিয়াবাসী। যার ফলশ্রুতিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সাঁথিয়া উপজেলাকে একক নির্বাচনী এলাকা হিসেবে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনেও সীমানা নির্ধারণী প্রক্রিয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন সাঁথিয়া উপজেলাকে একক নির্বাচনী এলাকা হিসেবে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছিলেন। এতে সাঁথিয়াবাসী নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে এবং একক এলাকা চূড়ান্তভাবে বহাল রাখার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাঁথিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মুনসুরুল আলম, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা বিএনপির সভাপতি কেএম মাহবুব মোরশেদ জ্যোতি, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ আলমাস, শামসুর নাহার মুক্তা, ঢাকাস্থ সাঁথিয়া কল্যাণ সমিতির সভাপতি মুনসুর আলম, সম্পাদক মোশারফ হোসেন স্কাই প্রমুখ।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status