বাংলারজমিন

সাঙ্গু নদীতে গোসল করতে নেমে প্রভাষকসহ ২ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৪৬ পূর্বাহ্ন

বান্দরবানের রুমায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের লেকচেরারসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে রুমা উপজেলা সদরের বাজার এলাকার বড়ুয়াপাড়া সাঙ্গু নদীর ঘাটে এই দুই পর্যটক গোসল করতে নামলে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা দু’জনই সাঁতার জানতেন না। যারা মারা গেছেন তারা হলেন ঢাকার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক শান্তনু সরকার (২৫) ও তার বন্ধু বুয়েটের ছাত্র শাহেদ এহেসান (২৩)। তারা ৪ বন্ধু মিলে রুমা উপজেলার পর্যটন কেন্দ্র বগালেক দেখে ফেরার সময় সাঙ্গু নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। নদীর পানি কম থাকায় লাশ দু’টি স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল আলম জানান, গত বৃহস্পতিবার ঢাকার ৪ বন্ধু মিলে বান্দরবান হয়ে রুমা উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র বগালেক দেখতে যান। তারা শনিবার দুপুরে বগালেক থেকে রুমা উপজেলা সদরে ফিরে আসেন। শনিবার দুপুরে বাজার এলাকার বড়ুয়াপাড়া সংলগ্ন সাঙ্গু নদীতে ৪ বন্ধু গোসল করতে নামলে দু’জন পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাদের সেখান থেকে উদ্ধার করে দ্রুত রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় রুমা বাজারে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে দু’জন পানিতে তলিয়ে যান তারা ভালো করে সাঁতার জানতেন না। শান্তনু সরকার গোসল করার সময় পানিতে তলিয়ে যেতে থাকলে তার বন্ধু শাহেদ এহেসান তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তিনিও পানিতে তলিয়ে যান। তবে সাঙ্গু নদীর ঐ জায়গাটিতে পানি কম থাকায় সহজেই স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। বেড়াতে যাওয়া ৪ বন্ধু সবার বাড়িই ঢাকায় বলে জানা গেছে। এ ঘটনায় বান্দরবানে অবস্থানরত পার্বত্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি ও জেলা প্রশাসক মো. আসলাম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status