বাংলারজমিন

শেরপুরে ক্লিনিকে ফের প্রসূতির মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৮ পূর্বাহ্ন

শেরপুরে মডার্ন ক্লিনিকে আবারো জামেলা খাতুন (৩৫) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে। জানা যায়, শেরপুর উপজেলার ৬নং বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামের দিনমজুর জয়নাল আলীর স্ত্রী জামেলা বিবিকে ১৯শে মার্চ দুপুরে সন্তান প্রসবের জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর সেখানে দক্ষ নার্স আর গাইনি ডাক্তার না থাকায় সরকারি হাসপাতালের দক্ষিণ পাশে মডার্ন ক্লিনিকে সিজারের জন্য ভর্তি করা হয়। এর আগে জামেলা খাতুনকে রক্ত-ইসিজি এক্সরেসহ বিভিন্ন প্রকারের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বিকালে জামেলাকে সিজারের পর অবস্থার অবনতি হলে অত্যন্ত কৌশলে জামেলা খাতুনকে ক্লিনিকের মালিকের নিজ ভাড়ায় অ্যান্বুলেন্স ডেকে বগুড়া শজিমেক কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। রোগীর নিকট আত্মীয় স্বজনদের অভিযোগ, শেরপুরের ক্লিনিকে সিজারের সময় অসুস্থ জামেলা খাতুন বগুড়ায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তিন দিন পর মারা যায়। এরপর ওই প্রসূতির নিকট আত্মীয় স্বজনদের বিশেষ কায়দায় ম্যানেজ করে দ্রুততম সময়ের মধ্যে জামেলাকে দাফন করা হয়। ভুল চিকিৎসায় মৃত. জামেলার বড় ভাই খয়রাত আলী জানায়, সিজারের আগে জামেলাকে সব পরীক্ষা-নিরীক্ষা করা হলেও অনেক রোগ ধরা পড়েনি। এ কারণে তার মৃত্যু হয়েছে। শেরপুর মডার্ন ক্লিনিকের মালিক আলহাজ মো. রফিকুল ইসলাম জানান, গর্ভবতী জামেলা খাতুনের শরীরে অ্যাজমা এবং হার্টের অসুখ ছিল। সেটা সিজারের আগে প্যাথলজি পরীক্ষায় ধরা পড়েনি। এ কারণে তার মৃত্যু হয়েছে। ইউপি সদস্য নাসির উদ্দিন জানায়, জামেলা বিবি গর্ভবতী হলেও তিনি সুস্থ ছিলেন। একই এলাকার ব্যবসায়ী আব্দুস সালাম বলেন, ভুল চিকিৎসায় অসুস্থ জামেলা হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে মোটা অঙ্কের টাকা আদান-প্রদান করে বিষয়টি চাপা দিয়ে রাখা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status