দেশ বিদেশ

রাজ্যসভার নির্বাচনে কেরামতি দেখালো বিজেপি

কলকাতা প্রতিনিধি

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ভারতের উপ-নির্বাচনগুলোতে হারের মুখ দেখতে হলেও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচনে ভারতীয় জনতা পার্টি রীতিমতো কেরামতি দেখিয়েছে। রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচনে ১৭টি রাজ্য থেকে ৫৯ জন জয়ী হয়েছেন। তবে ১০ রাজ্যের ৩৩টি আসনের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। শুক্রবার ভোট হয় ৭ রাজ্যের ২৬ আসনে। নির্বাচিত প্রতিনিধিদের পরোক্ষ ভোটে নির্বাচন হয় রাজ্যসভায়। এই ২৬টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ১২টি, কংগ্রেস ৫টি, তৃণমূল কংগ্রেস ৪টি, তেলেঙ্গনা রাষ্ট্রীয় সমিতি ৩টি, সমাজবাদী পার্টি ১টি এবং এলডিএফ ১টি আসনে জয়ী হয়েছে। তবে আকর্ষণের কেন্দ্রে ছিল বিজেপি শাসিত উত্তর প্রদেশ ও কংগ্রেস শাসিত কর্ণাটক। দুই রাজ্যে ভোট হয় যথাক্রমে ১০ ও ৪টি আসনে। এ ছাড়া ভোট হয় পশ্চিমবঙ্গের ৫, তেলেঙ্গনায় ৩, ঝাড়খণ্ডে ২ এবং কেরালা ও ছত্তিশগড়ে একটি করে আসনে। উত্তর প্রদেশে লোকসভা উপ-নির্বাচনে হারের বদলা নিয়েছে বিজেপি। ১০টি আসনের মধ্যে ৯টিতেই বিজেপি জয়ী হয়েছে। ক্রস ভোটিংয়ের সুবাদে একটি অতিরিক্ত আসন দখল করেছে বিজেপি। অন্য আসনটি পেয়েছে সমাজবাদী পার্টি। উত্তর প্রদেশে ১০ আসনের মধ্যে ৮টিতে বিজেপি’র জয় নিয়ে সংশয় ছিল না। জিততে প্রয়োজন ৩৭টি ভোট। বিধানসভায় বিজেপি’র মোট আসন সংখ্যা ৩২৪। ফলে ৮টি আসনে ৮ জন প্রার্থীর জয় ছিল নিশ্চিত। ৮ জনকে ৩৭টি করে ভোট দেয়ার পরেও বিজেপি’র কাছে উদ্বৃত্ত ছিল ২৮টি ভোট। এই উদ্বৃত্ত ভোটকে কাজে লাগাতে এবং এসপি ও বিএসপি জোটকে হারাতে নবম আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি দাঁড় করিয়েছিল শিল্পপতি অনিল আগরওয়ালকে। শেষ পর্যন্ত ভোটের এদিক-ওদিকের কেরামতিতে জয়ী হয়েছে বিজেপি’র সমর্থিত প্রার্থীই। অন্যদিকে কর্ণাটকে কংগ্রেসও ক্রস ভোটিংয়ের সুবাদে একটি বাড়তি আসন জিতেছে। কংগ্রেসের ১২৪ বিধায়কের জন্য দুই প্রার্থীর জয় ছিল নিশ্চিত। তাদের বাড়তি ভোট ছিল ৩২। বিজেপি ও জনতা দল (ধর্মনিরপেক্ষ) এক জোট হয়ে লড়েছে। দু’টি আসন জিততে তাদের প্রয়োজন ছিল ৯৪ ভোট। কিন্তু জনতা দলের ৭ বিধায়ক কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়ায় তৃতীয় আসনটিও জিতে নেয় কংগ্রেস। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী ছাড়াও কংগ্রেস প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন দিয়েছিলেন। ফলে পঞ্চম আসনে বামরা প্রার্থী দিলেও কংগ্রেসেরই হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status