দেশ বিদেশ

ছাত্রলীগের কেউ অপরাধ করলে শাস্তি ভোগ করতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ছাত্রলীগের কেউ অপরাধ করলে শাস্তি ভোগ করতে হবে। তাই আপনারা কখনো দুষ্কৃতি করবেন না, যারা করবেন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আলোকচিত্রে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্চ মাস বাঙালির স্বাধীনতার মাস। বাঙালির গৌরবের মাস। বাঙালির জাতির জনকের জন্মের মাস। এ মাসেই তিনি তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। এই মাসেই তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার এ বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু না ভেবে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি আরো বলেন, আজকে আমরা সবাই উপলব্ধি করছি বাংলাদেশ পরিবর্তন হয়েছে। এর জন্যে সততা, নেতৃত্ব এবং দূরদর্শিতার দরকার। এর কোনোটিই বিএনপির ছিল না। ফলে বাংলাদেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আসাদুজ্জামান আরো বলেন, স্বাধীনতার পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে, এখনো চলছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে হবে। কেননা দেশনেত্রী শেখ হাসিনা না থাকলে দেশ আবার পিছিয়ে যাবে। আমরা দেশের সবাইকে নিয়ে এগিয়ে যাবো এটাই প্রধানমন্ত্রীর পরিকল্পনা। আমরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের উদাহরণ দিই সব সময়, কিন্তু, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ১০ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যেত। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদ বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ মূলত স্বাধীনতার অর্জন। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, একটি পতাকা দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, ‘অর্থনীতিসহ সব বিষয়ে মুক্তি, সেটি বঙ্গবন্ধুর। ১৯৭১ সালে সংগ্রাম করে আমরা স্বাধীনতা লাভ করেছি, সে সংগ্রাম এখনো চলছে। সে সংগ্রাম হলো দারিদ্র্য থেকে মুক্তির সংগ্রাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, জাতির জনককে হত্যার মধ্য দিয়ে সরকার বদল হয়নি, রাষ্ট্র বদল হয়েছে। রাষ্ট্রকে পাকিস্তানে রূপান্তর করা হয়েছিল। অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status