দেশ বিদেশ

ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন: ফখরুল

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ক্ষমতাসীন সরকারকে ফ্যাসিস্ট ও দানব আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, পাকিস্তান আমলে আইয়ুব খানের বিরুদ্ধে ১২ বছর আন্দোলন হয়েছে। স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘ ৯ বছর আন্দোলন হয়েছে। সে সময় একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল বলেই তাদের ক্ষমতা থেকে নামানো গেছে। আজকে তাই বর্তমান ফ্যাসিস্ট ও দানব সরকারকে হঠাতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল, শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। সবাইকে এই ঐক্য গড়ার কাজ করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে সম্মিলিত পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ফোরাম সাদা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, আজকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ভেবে-চিন্তে আন্দোলন করতে হচ্ছে। বিএনপি বিপ্লবী দল নয়। বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিএনপি। আমরা কোনো ভুল করলে তার খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে সামনে এগিয়ে যেতে চেষ্টা করছি। তিনি বলেন, আমাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এখন পর্যন্ত ৭৮ হাজার মামলা ছাড়িয়ে গেছে। ১৮ লাখের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীদের নামেও মামলা। বিএনপি মহাসচিব বলেন, আজকে দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে অতিষ্ঠ। মানুষের কোনো নিরাপত্তা নেই। কথা বলার স্বাধীনতা নেই। অর্থনৈতিক নিরাপত্তা নেই। এ অবস্থা চলতে পারে না। আজকে দেশের মানুষ পরিবর্তন চায়। এই আন্দোলনে শুধু বিএনপি নয় পেশাজীবীদেরকেও ভূমিকা রাখতে হবে। যারা বিগত আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার এতদিন জাতীয় পার্টিকে ব্যবহার করে পাতানো নির্বাচনের মাধ্যমে স্বৈরতন্ত্রকে পোশাক পরিয়ে রেখেছিল। গতকাল প্রকাশিত জার্মানির একটি প্রতিষ্ঠানের গবেষণায় সেই স্বৈরতন্ত্রের পুরোপুরি মুখোশ উন্মোচন হয়ে গেছে। এই আওয়ামী লীগ ১৯৭৫ সালে বাকশাল কায়েম করেছিল। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিল। সংবাদপত্র বন্ধ করেছিল। এখন জাতীয় পার্টিকে ব্যবহার করে স্বৈরতন্ত্র কায়েম করেছে। পাতানো নির্বাচনে তাদের প্রধান বিরোধী দল বানিয়েছে। তাদের তিনজনকে আবার মন্ত্রীও বানিয়েছে। সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, ক্ষমতাসীন সরকার ফ্যাসিস্ট। বিচার বিভাগের মাধ্যমে অনেক কুকর্ম করেছে এই সরকার। ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করা হয়েছে কৌশলে। যে দেশে প্রধান বিচারপতিকে চোর আখ্যা দিয়ে দেশত্যাগ করানো হয় সে দেশে আবার বিচার বিভাগের স্বাধীনতা কিসের? মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পথ একটাই। সেটা হলো বিপ্লব। সেই বিপ্লব এখনই হবে না ঠিক। কিন্তু কোনোদিন হবে না তেমন কিন্তু নয়। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা অন্যায় করেছে তাদের কাউকে ছাড় দেয়া যাবে না। চিহ্নিত করে রাখুন সবার বিচার করা হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, ফ্যাসিবাদ সরকারের কারণে দেশের মিডিয়ার একটি অংশ ফ্যাসিবাদ হয়ে গেছে। আজকে পেশাজীবীরা সংকটে। গণমাধ্যম সংকটে। বাংলাদেশ এখন স্বৈরতান্ত্রিক দেশ। খালেদা জিয়াকে জেলে নেয়ার পর তা পরিষ্কার হয়েছে। কিন্তু মানুষ কেবল
সুযোগের অপেক্ষায় আছে। ঢাবি সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. আখতার হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ড. তাজমেরী এস ইসলাম, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ, ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, প্রফেসর ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ড. আবু মূসা আরিফ বিল্লাহ বক্তব্য দেন।
বিএনপির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানের পরিচালনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম ফরিদ আহমেদ, প্রফেসর জাকারিয়া, ড. আশরাফুল ইসলাম চৌধুরী, ড. তাহমিনা আক্তার টফি, ড. মাহফুজুল হক, ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ইস্রাফিল প্রামাণিক রতন, ড. দেবাশীষ পাল, প্রফেসর এবিএম শহিদুল ইসলাম, প্রফেসর সিরাজুল ইসলাম, ড. মোহাম্মদ আলী জিন্নাহ, প্রফেসর আলমগীর হোসেন, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর গোলাম রব্বানী, প্রফেসর ড. এমরান কাইয়ুম, প্রফেসর আজহারুল ইসলাম, প্রফেসর মো. জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status