বাংলারজমিন

রংপুরে শিশু উদ্ধার, ইয়াবা চালানসহ গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে রংপুর র‌্যাব-১৩ চার বছরের শিশুকে উদ্ধারসহ ৪ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ইয়াবার বড় চালান আটক করেছে র‌্যাবের অভিযানিক দল। রংপুর র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা মেজর রাব্বী জানান, ময়মনসিংহ জেলার গৌরীপুরের সূর্যকোনা গ্রামস্থ শ্রমিক শাহেদ ও মনিরার ৪ বছরের পুত্র রাজু নিখোঁজ হয় চলতি বছরের ১৫ই মার্চ। এ ব্যাপারে ১৭ই মার্চ টঙ্গী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মনিরার পরিচিত নীলফামারী জেলার মোস্তাকিম ফোনে জানায়, তার পুত্রকে অপহরণ করা হয়েছে এবং তাকে ফেরত নিতে গেলে মুক্তিপণ ১ লাখ টাকা দিতে হবে। অন্যথায় তাকে হত্যা করা হবে। মনিরা এ খবর টঙ্গী মডেল থানায় জানায়। সেখান থেকে র‌্যাব-১ উত্তরা অবগত হয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে তারা জানতে পারেন যে, অপহৃত শিশু এবং অপহরণকারী নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন এলাকায় অবস্থান করছে। তারা তাৎক্ষণিক র‌্যাব-১৩, রংপুরকে অবহিত করেন। অপহৃত শিশু উদ্ধারের মিশন নিয়ে মাঠে নামে র‌্যাব-১৩ অভিযানিক দল। ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন দক্ষিণ চাঁদখানা সারভাসা গ্রাম হতে শিশু রাজুকে উদ্ধারসহ অপহরণকারী বহির উদ্দিন (৬৫), আমজাদ হোসেন (৪৫), মোস্তাফিজার রহমান (৩২) ও মশিউর রহমান (২৩)কে গ্রেপ্তার করে। এক সপ্তাহ পর হারানো সন্তানকে ফিরে পেয়ে মনিরা বেগম আবেগাপ্লুত হয়ে বলেন, আমি গার্মেন্টে চাকরি করি। আমার স্বামী দিনমজুর। আমাদের পক্ষে টাকা দিয়ে এ সন্তানকে ফিরিয়ে নেয়া সম্ভব ছিল না। আমাদের মতো হতদরিদ্রদের জন্য র‌্যাবের এ বলিষ্ঠ ভূমিকা দেশ ও জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এদিকে একই সময় অপর এক পৃথক অভিযানে র‌্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ দিনাজপুরের অভিযানিক দল দিনাজপুর কোতোয়ালি থানার গোবিন্দপুরের বসতঘরে অভিযান চালিয়ে ২ হাজার ৪৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোজাম্মেল হক (৩৪) ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী মনি রানী বাসফোরকে গ্রেপ্তার করেছে বলে জানান দিনাজপুরের র‌্যাব অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status