বিনোদন

নওয়াজীশ আলী খানকে নিয়ে রচিত ‘টেলিভিশনে অর্ধশতাব্দী’ গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৮:১৪ পূর্বাহ্ন

প্রখ্যাত টেলিভিশন ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খানের কর্মময় জীবনের ওপর গতকাল দুপুরে ‘টেলিভিশনে অর্ধশতাব্দী’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএফডিসির ৮নং ফ্লোরে। এই গ্রন্থে নওয়াজীশ আলী খানকে নিয়ে লিখেছেন দেশের ১১১ জন বিশিষ্ট ব্যক্তি। গ্রন্থটি সম্পাদনা করেছেন নিয়াজ মাহমুদ খান, প্রচ্ছদ এঁকেছেন সুনীল কুমার মালো এবং প্রকাশ করেছে ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর ও বিজয় বার্তা। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার, কামাল লোহানী, বিচারপতি এবাদুল হক, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, আবুল হায়াত, কে এস ফিরোজ, ম হামিদ, ডলি জহুর, ফকির আলমগীর, ফরিদা পারভীন, ইয়াসমীন মুশতারী, মেহের আফরোজ শাওন, সংগীত পরিচালক ওমর ফারুকসহ লেখক, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। উল্লেখ্য, নওয়াজীশ আলী খানের জন্ম ১৯৪২ সালের ২রা অক্টোবর। তার কর্মজীবন শুরু হয় ১৯৬৭ সালের ২৯শে নভেম্বর করাচি টেলিভিশনে। ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও সে সময়ে দেশে ফেরার সুযোগ পাননি তিনি। পরে পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশ টেলিভিশনে যোগদান করেন প্রযোজক পদে। কাজ শুরু করেন গানের অনুষ্ঠানের মাধ্যমে। ফজলে লোহানীর উপস্থাপনায় বিটিভি’র জনপ্রিয় ম্যাগাজিন ‘যদি কিছু মনে না করেন’ অনুষ্ঠানেরও প্রযোজক ছিলেন তিনি। এ অনুষ্ঠানটি তিনি প্রযোজনা করেছেন তিন-চার বছর। এছাড়া বিটিভি’র জনপ্রিয় ঈদ ম্যাগাজিন ‘আনন্দমেলা’র অনেক পর্বের প্রযোজক ছিলেন নওয়াজীশ আলী খান। আরো প্রযোজনা করেছেন আবদুল্লাহ আবু সায়ীদের ‘সপ্তপর্ণা’। অনুষ্ঠানের পাশাপাশি তিনি নাটকে কাজ শুরু করেন আশির দশক থেকে দীর্ঘ ২৮ বছর বাংলাদেশ টেলিভিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে ২০০০ সালে জেনারেল ম্যানেজার হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেন। বিটিভি থেকে অবসরের পর সে বছরই অনুষ্ঠান প্রধান হিসেবে যোগ দেন একুশে টেলিভিশনে। সেখানে দায়িত্ব পালন করেছেন ৩১শে ডিসেম্বর ২০০২ পর্যন্ত। এরপরই যোগ দেন এটিএন বাংলায়। গত ১৬ বছর ধরে এ প্রতিষ্ঠানেই দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে আছেন উপদেষ্টা (অনুষ্ঠান) হিসেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status