বিনোদন

প্রেক্ষাগৃহ আধুনিকায়নের জন্য উদ্যোগ নিচ্ছে বিএফডিসি

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০১৮, রবিবার, ৮:১৪ পূর্বাহ্ন

প্রেক্ষাগৃহের আধুনিকায়নের জন্য উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সম্প্রতি বিএফডিসিতে ‘সিনেমা হলে ডিজিটাল প্রদর্শন সিস্টেম প্রবর্তন’- শীর্ষক এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে দেশের প্রায় ৬০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়ন করতে ৫০ কোটি টাকার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে বলে মানবজমিনকে জানিয়েছেন বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। তিনি জানান, এই কাজের জন্য মোটামুটি ৫০ কোটি টাকার বাজেট ধরা হয়েছে। ইতিমধ্যে এ প্রকল্পের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সারা দেশের প্রেক্ষাগৃহ আধুনিকায়নের এ প্রকল্পে চলচ্চিত্র প্রদর্শক সমিতির প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাসকে সভাপতি এবং এফডিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী আইয়ুব আলীকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দীন নওশাদ, উপদেষ্টা মিয়া আলাউদ্দীন ও সাজেদ হোসেন। সুদীপ্ত কুমার দাস এ প্রসঙ্গে বলেন, এটি আমাদের চলচ্চিত্রের জন্য খুবই ভালো একটি সিদ্ধান্ত। সব ঠিক থাকলে খুব শিগগিরই বেশকিছু হলের আধুনিকায়নের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে প্রেক্ষাগৃহে ডিসিআই প্রযুক্তি যুক্ত করার পাশাপাশি ‘এ’ ক্যাটাগরির ২০টি এবং ‘বি’ ক্যাটাগরির ৪০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়নের পরিকল্পনা আছে। আশা করি, এবার খুব দ্রুত পুরো প্রকল্পটি বাস্তবায়ন হবে। জানা যায়, এরইমধ্যে বাজেট চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এরপর যাচাই-বাছাই শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ২০১৮-১৯ অর্থবছরের জন্য এই বাজেট তৈরি করা হয়েছে। ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এটি এই শিল্পের জন্য একটি ইতিবাচক উদ্যোগ। আর চলচ্চিত্রের প্রতি আমাদের সরকার খুবই আন্তরিক। যাদের কাজ দেয়া হবে তারা যেন চলচ্চিত্রসংশ্লিষ্ট মানুষ হয়। সরকারের কাছে অনুরোধ থাকবে যারা চলচ্চিত্রের কারিগরি বিষয় সম্পর্কে জানে না বা অনভিজ্ঞ সেই ধরনের কোনো প্রতিষ্ঠানকে যেন এ প্রকল্পের সঙ্গে যুক্ত করা না হয়। এদিকে চিত্রনায়িকা চম্পা বলেন, এটা অবশ্যই একটা সুসংবাদ। তবে শুধু প্রেক্ষাগৃহ আধুনিক করলে হবে না, প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে হলে দর্শকপ্রিয় ও মানসম্মত ছবি দরকার। বর্তমান সময়ে দর্শককে প্রেক্ষাগৃহে ফেরাতে হলে বেশি বেশি ভালো ছবি উপহার দিতে হবে আমাদের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status